Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

ভোলায় ভূয়া শিক্ষা অডিট কর্মকর্তা আটক

৩০ মার্চ, ২০২২ ১১:২০ পূর্বাহ্ণ
ভোলায় ভূয়া শিক্ষা অডিট কর্মকর্তা আটক
ভোলা প্রতিনিধি :

ভোলার চরফ্যাশনের একাধিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অধিদপ্তরের অডিট অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার সময় সাইফুল ইসলাম মোস্তফা (৭০) নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে।

মঙ্গলবার(২৯ মার্চ) সকালে উপজেলার উত্তর পূর্ব আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দুই হাজার টাকা হাতিয়ে নেয়ার সময় শিক্ষকদের সন্দেহ হলে তাকে আটক করে চরফ্যাশন থানায় সোপর্দ করেন।

আটককৃত বৃদ্ধ সাইফুল ইসলাম মোস্তফা নিজেকে দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামের মহিবুল্লার ছেলে এবং ভোলা বিশ্ব রোড এলাকার কুদ্দুস মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে দাবী করেন।

জনতাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনন্দা সরকার জানান, গত রোববার সকালে ওই প্রতারক তার বিদ্যালয়ে যান। এবং নিজকে শিক্ষা অধিদপ্তরের অডিট অফিসার পরিচয় দেন। এবং বিদ্যালয়ের নানান সমস্যা রয়েছে এমন অভিযোগ তুলে শোকজ করার হুমকি দিয়ে তার কাছে ১০ হাজার টাকা দাবী করেন। বিদ্যালয়ে পুরুষ শিক্ষক না থাকায় ভয়ে আতংকিত শিক্ষকরা মিলে তার হাতে ১০ হাজার তুলে দেন। ওই টাকা নিয়ে তিনি চলে যান।

আজ মঙ্গলবার সকালে ফের উত্তর পূর্ব আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নিজকে শিক্ষা অধিদপ্তরের অডিট অফিসার পরিচয় দিয়ে শিক্ষকদের কাছ দুই হাজার টাকা হাতিয়ে নেয়ার পর বিষয়টি শিক্ষকদের সন্দেহ হলে উপজেলা শিক্ষা অফিসে খোঁজ নিয়ে জানেন যে কোন অডিট অফিসার আসেননি। তখন তারা ওই প্রতারক বৃদ্ধকে আটক করে চরফ্যাশন থানায় সোপর্দ করেন।

ভূয়া অডিট অফিসার সাইফুল ইসলাম মোস্তফা জানান, অভাবের কারনে তিনি প্রতারণা আশ্রয় নিয়েছেন। শিক্ষকদের সাথে প্রতারণা করে হাতিয়ে নেয়া টাকা তিনি ফেরত দিবেন।

চরফ্যান থানার উপ-পরিদর্শক রাসেল জানান, আটককৃত প্রতারককে জিজ্ঞাবাদ চলছে। জিজ্ঞাবাদ শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

চরফ্যাশন উপজেলা শিক্ষা অফিসার অহিদুল ইসলাম বলেন, শিক্ষা অধিদপ্তরের অডিট আসলে আমার জানার কথা ছিলো। মঙ্গলবার শিক্ষকদের কাছ থেকে ঘটনাটি জানতে পেরে ওই প্রতারককে আটক করে থানায় দেয়ার জন্য বলা হয়েছে।

শেয়ার