Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

মাগুরায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

৩০ মার্চ, ২০২২ ৩:১৯ অপরাহ্ণ
মাগুরায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
আরজু সিদ্দিকী, মাগুরা :

মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান জাতি চীরদিন তাদের অবদান স্মরণ করবে। মাগুরা জেলা পরিষদ আজ বুধবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

স্থানীয় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখর এ কথা বলেন।

জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুশীদ হায়দার টুটুল। সংবর্ধনা সভায় জেলার বীর মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার