Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

অপহরণের তিন দিন পরেও মেলেনি নাঈমের খোঁজ, ফোনে মুক্তিপণ দাবি

৩০ মার্চ, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
অপহরণের তিন দিন পরেও মেলেনি নাঈমের খোঁজ, ফোনে মুক্তিপণ দাবি
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় অপহরণের পর তিন দিন পেরিয়ে গেলেও অপহৃত মাদ্রাসা ছাত্র নাঈমের (১৩) খোঁজ মেলেনি। এরই মধ্যে কয়েক দফা মোবাইলে ফোন করে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবি করেছে অপহরণকারীরা।

গত রবিবার (২৭ মার্চ) বিকেলের পর থেকে নাঈমকে কোথাও খুঁজে না পেয়ে সোমবার কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা নাছরিন খাতুন। অপহৃত নাঈমের মা নাছরিন খাতুন সাংবাদিকদের জানান, অপহরণকারীরা মোবাইল ফোনে বিভিন্ন সময় হুমকী ধামকী দিচ্ছেন। মোবাইলে ছেলেকে নির্যাতনের অডিও শোনাচ্ছেন। আদরের সন্তানকে না পেয়ে পাগল প্রায় নাঈমের পিতা-মাতা। ছেলেকে ফিরে পেতে বার বার র‌্যাব-পুলিশের কাছে ছুটে যাচ্ছেন। পুলিশ বলছে নাঈমকে উদ্ধারে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও মাঠে নেমেছেন।

কুষ্টিয়া শহরতলীর জুগিয়া মাঠপাড়া গ্রামের দিন মজুর মিল্টন শেখ ও নাছরিন খাতুন দম্পতির সন্তান মোঃ নাঈম (১৩)। সে পার্শবর্তী জুগিয়া পালপাড়া এলাকার লাল মোহাম্মদ হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। নাঈমের মা নাছরিন খাতুন তিন বেলা বাড়ি থেকে মাদ্রাসায় গিয়ে নাঈমের জন্য খাবার দিয়ে আসেন। সর্বশেষ রবিবার বিকেলে পরিবারের সদস্যদের সাথে সর্বশেষ নাঈমের সাক্ষাত হয়। এরপর থেকে তাকে কোথাও খুঁজে না পেয়ে পরদিন সোমবার কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন নাঈমের মা নাছরিন খাতুন। তবে নিখোঁজের পর থেকেই মোবাইল ফোনে পরিবারের সদস্যদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। এরই মধ্যে বিকাশের মাধ্যমে মুক্তিপণ হিসেবে কিছু টাকা দিয়েছে তার পরিবার। নাঈমের পিতা মিল্টন শেখ জানান, মুক্তিপণ দাবি করে ফোন করায় তারা চরম শঙ্কার মধ্যে রয়েছেন। ছেলেকে উদ্ধারের জন্য প্রশাসনসহ তারা সবার সহযোগিতা কামনা করেছেন। এদিকে নাঈম নিখোঁজের পর থেকে আতঙ্কে রয়েছেন মাদ্রাসার সহপাঠী ও শিক্ষকরা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ছাব্বিরুল আলম জানান, মাদ্রাসা শিক্ষার্থী নাঈম নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারের জন্য পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও কাজ করছেন। এ ব্যাপারে কুষ্টিয়া র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মো. ইলিয়াস খান বলেন, মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে তাদের গ্রেফতার ও অপহৃত নাঈমকে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চলছে।

শেয়ার