হবিগঞ্জের মাধবপুরে ফসলের মাঠ থেকে স্যালু মেশিন(সেচ পাম্প)চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে হঠাৎ করে সেচ পাম্প চুরির ঘটনা বেড়ে যাওয়ায় কৃষকরা পড়েছে বিপাকে।
জানা যায়,গত ২৫ মার্চ রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামের হান্নান মিয়া ও শাহজাহানপুর গ্রামের রানা মিয়ার সেচ পাম্প ফসলের মাঠ থেকে চুরি করে নিয়ে যায়। এর আগে ১৮ মার্চ একই ইউনিয়নের জামালপুর গ্রামের নিপু মোল্লার,১৫ মার্চ ভান্ডারুয়া গ্রামের জামির মিয়ার ও ১২ফেব্রুয়ারী মুসলিম মিয়ার সেচ পাম্প রাতের আঁধারে চুরি করে নিয়ে গেছে। এছাড়া একই ইউনিয়নের সুরমা গ্রামের তাপস দেব,ফজল মিয়া, নাজিরপুর গ্রামের কাদির মিয়া,সুরমা চা বাগানের বাবু মিয়া, ভান্ডারুয়া গ্রামের শাহাবুদ্দিন মিয়ার সেচ পাম্প গ্রামের মাঠ থেকে চুরি হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
কৃষকরা জানান, এ সময়ে জমিতে সেচ দিতে না পারলে ধানের সঠিক উৎপাদন ব্যাহত হবে। তাই দ্রুত এই সেচ পাম্প চুর চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। স্থানীয় ইউ/পি সদস্য মোঃমান্নান মিয়া জানান,সেচ পাম্প চুরির বিষয়টি কয়েকজন কৃষক আমাকে জানিয়েছে আমি তাদেরকে বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করতে বলেছি। শাহজাহানপুর ইউ/পি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী জানান, আমার নিকট এখনো কেউ এই বিষয়ে অভিযোগ করেনি। এখন আমি অবগত হলাম। আগামী আইনশৃঙ্খলা মিটিংয়ে আমি এবিষয়ে আলোচনা করবো।
মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) মোঃগোলাম কিবরিয়া হাসান বাণিজ্য প্রতিদিনকে জানান, সেচ যন্ত্র চুরির বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি।