Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনবছর ধরে বিকল সিটি স্ক্যান মেশিন

৩১ মার্চ, ২০২২ ২:৩০ অপরাহ্ণ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনবছর ধরে বিকল সিটি স্ক্যান মেশিন
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান মেশিন দীর্ঘ তিন বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। এতে করে রংপুর বিভাগের ৮ জেলার সেবা প্রত্যাশি শত শত মানুষ বিপাকে পরেছেন। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে ডায়গনিক সেন্টার গুলো হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা।

নতুন মেশিন কেনার জন্য নিমিউ নামে একটি প্রতিষ্ঠানের সাথে চিঠি চালাচালি ও বৈঠক করলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। এতে করে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগিরা।

তবে আগামী অর্থবছরে নতুন সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে ও ক্যাথ ল্যাব কেনার আশ্বাস দিয়েছেন সেখানকার কর্তৃপক্ষ।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ২টি সিটি স্ক্যান মেশিন সচল ছিল। এর মধ্যে ফিলিপসের ২৪ স্লাইস মেশিশনটি ২০১২ সালের ২৮ মার্চ ও সিমেন্স কোম্পানীর সিঙ্গেল স্লাইসটি ২০০৬ সালে ৯ জুলাই স্থাপন করা হয়েছিল। এদুটি মেশিন দিয়ে রংপুর বিভাগের রংপুর, লালমনিহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড় জেলার দুর দুরান্ত থেকে আসা নিউরো রোগিদের পরীক্ষা নিরীক্ষা চালানো হতো।

হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগ সূত্রে জানা গেছে, ওই সময় প্রতিদিন ৫০ থেকে ৬০ জন রোগির পরীক্ষা করা হয়েছিল। এদুটি মেশিন বিকল হওয়ার পর থেকে হাসপাতালের সাধারণ রোগিরা অতিরিক্ত ব্যয়ে বাইরের বেসরকারি প্রতিষ্ঠানে সিটি স্ক্যান করছেন। রোগি ও তাদের স্বজনরা জানান, মেডিকেলে সিটি স্ক্যান মেশিন সচল থাকলে হাসপাতালে ভর্তি হওয়া রোগিদের পরীক্ষা নিরীক্ষা করতে ঝুঁকি ঝামেলা কম থাকে। এখন সেটা হচ্ছেনা। এক্ষেত্রে দালালো উৎপাতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছেন রোগিরা। সিঙ্গেল স্লাইস মেশিনটি অকেজো হয় ১৯ সালের ৩০ আগস্ট ও ২৪ স্লাইসের মেশিনটি ১৯ সালের ১৯ মার্চ মাসে।

রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু জানান, রংপুর বিভাগের সবচাইতে বড় এই সরকারী হাসপাতালটিতে সিটি স্ক্যান মেশিন নেই তা ভাবাতেই অববাক লাগে। বেসরকারি ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দিতেই সিটি স্ক্যান মেশিন সচলে হাসপাতাল কর্তৃপক্ষের মাথা ব্যাথা নেই বলে জানান । তিনি অবিলম্বে আধুনিক সুবিধা সম্বলিত সিটি স্ক্যান মেশিনের ব্যবস্থা করা দাবি জানান।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানান, সিঙ্গেল সিটি স্ক্যান স্লাইসের যন্ত্রাংশ না পওয়া যাওয়ায় তা সংস্কার করে সচল করা যাচ্ছেনা। অন্যদিকে ২৪ স্লাইসের সিটি স্ক্যান মেশিনটির যন্ত্রাংশ পাওয়া গেলেও সংস্কার খরচ অতিরিক্ত। তার চেয়ে নতুন করে মেশিনটি কেনা ভাল । বর্তমানে এর বাজার মূল্য ৭ থেকে ৮ কোটি টাকার মধ্যে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম দীর্ঘ তিন বছর ধরে দুটি সিটি স্ক্যান মেশিন অচল থাকার কথা স্বীকার করে বলেন, হাসপাতালের মেশিনপত্র ও সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান নিমিউকে বিষয়টি চিঠি দিয়ে অবগত করা হয়েছে। সেখানকার প্রতিনিধিরাও মেশিন দুটি দেখে গেছেন। এনিয়ে একমাস আগে ঢাকায় নিমিউ প্রতিষ্ঠানে মিটিংও হয়েছে বলে তিনি জানান।

দীর্ঘসূত্রিতার কারণকে তিনি স্থানীয় সংসদ সদস্যেকে দায়ি করেন। তিনি বলেন, হাসপাতাল কমিটির সাথে সংশ্লিষ্ট স্থানীয় সংসদ সদস্যের চাপ না থাকায় এঅবস্থার সৃষ্টি হয়েছে। এজন্য স্থানীয় সংসদ সদেস্যের জোরালো ভূমিকা অত্যন্ত জরুরী। তিনি আগামী অর্থ বছরে, দুটি সিটি স্ক্যান, দুটি ডিজিটাল এক্সরে একটি খ্যাথ ল্যাব মেশিন কেনার আশ্বাস দেন।

শেয়ার