Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

বন্ধ হচ্ছে গ্রামাঞ্চলের কিন্ডারগার্টেন,দুঃসহ অভিজ্ঞতা শিক্ষকদের

৩১ মার্চ, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ
বন্ধ হচ্ছে গ্রামাঞ্চলের কিন্ডারগার্টেন,দুঃসহ অভিজ্ঞতা শিক্ষকদের
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামে উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে ২০১৫ সালে স্থাপিত ‘সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল’ করোনা মহামারীতে বন্ধ হওয়ার দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর সরকার স্কুল-কলেজ খুলে দিলেও এ প্রতিষ্ঠানটি আর খুলতে পারেনি কর্তৃপক্ষ। নতুন করে অবকাঠামো নির্মাণ, জমির বকেয়া ভাড়া,শিক্ষকদের বকেয়া বেতন, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়াসহ বিভিন্ন কারণে আর কিন্ডারগার্টেন স্কুলটি খোলা সম্ভবপর হয় নি।

সর্বশেষ প্রতিষ্ঠানটিতে ৩ শতাধিক শিক্ষার্থী, প্রায় ২৫ জন শিক্ষক ছিলেন। ২০১৯ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে প্রায় ৬০ জন পরিক্ষার্থী ছিল। কয়েকজন জিপিএ ৫ (এ প্লাস) সহ প্রায় সকলেই এ গ্রেডে উত্তীর্ণ হয়েছিল। তার আগে ২০১৮ সালে পরিক্ষার্থী ছিলো ২২ জন ১ জন ট্যালেন্ট ২ জন সাধারণ বৃত্তিসহ প্রায় সকলেই এপ্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছিলো বলে জানা গেছে।

বর্তমানে প্রতিষ্ঠানটির পরিচালকসহ শিক্ষকগণ পেশা পরিবর্তন করে চলে গেছেন বিভিন্ন স্হানে।কেউ ঔষধ কোম্পানিতে, কেউ গার্মেন্টসে, কেউ করেছেন মুরগিরর খামার আবার অনেকেই হয়ে পড়েছেন বেকার।ফলে অনেকেরই আর্থিক অবস্থা খারাপ হয়ে পড়েছে।

এমন চিত্র শুধু সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলেরই নয়,সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত হওয়া স্কয়ার কিন্ডারগার্টেন, দৌলতউদ্দীন ডে-নাইট কেয়ার, প্যারামাউন্ট লার্নিং জোন, নিউরন কিন্ডারগার্টেন এন্ড কোচিং সেন্টারসহ প্রায় ৩০ টি প্রতিষ্ঠান বন্ধই থেকে গেছে। উপজেলা শহরের কিন্ডারগার্টেনগুলো খুললেও গ্রামাঞ্চলের কিন্ডারগার্টেনগুলো খুলতে পারেনি এসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। ফলে তারা একটি বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এসব প্রতিষ্ঠানের অবকাঠামো, বেঞ্চ সহ প্রয়োজনীয় আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। লাভ তো দূরের কথা প্রতিষ্ঠানগুলো তৈরিতে ব্যয় হওয়া মূলধনই খোয়া গেছে বলে জানিয়েছেন অনেকেই। প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করা শিক্ষার্থীদের অনেকে ভর্তি হয়েছেন মাদ্রাসায়, অনে কে চলে গেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, আবার অনেক শিক্ষার্থী রয়েছেন যাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ তারা তারা গ্রামের বিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন।

কিন্ডারগার্টেনগুলোর মালিক ও শিক্ষকদের সাথে কথা হয় এ প্রতিবেদকের। ঢাকায় অবস্থানরত স্কয়ার কিন্ডারগার্টেনের পরিচালক সুজাউদ্দৌলা সুজা মুঠোফোনে জানান, স্কুলটির সব শেষ, ঘর দরজা নষ্ট হয়েছে। বেঞ্চগুলো ১০০০ টাকা দরে বিক্রয় করেছি।এখনও কিছু বেঞ্চ রয়েছে। বেঞ্চ বিক্রয় করে শুধু তৈরির খরচটাই চেয়েছি।

সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক মোখলেছুর রহমান বলেন, আমি বছরখানেক সময় ময়মনসিংহে স্কয়ার গার্মেন্টসে কাজ করেছি। সেখান থেকে ফিরে বাড়িতে মুরগির খামার করেছি।কয়েকজন শিক্ষক মিলে স্কুলটি ভিন্ন জায়গায় খোলার চেষ্টা করছি।

কিন্ডারগার্টেনের অঙ্কন শিক্ষক শ্রী দুর্লভ কুমার বলেন, অঙ্কনের শিক্ষক হিসেবে পার্টটাইম কাজ করতাম। করোনায় তা বন্ধ হয়ে গেছে। আর্ট সেন্টারেও তেমন কাজ পাই না আর। বাধ্য হয়ে দোকান সহকারী হিসেবে কাজ করতেছি।

কিন্ডারগার্টেন প্রতিষ্ঠার পর করোনা মহামারীতে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হওয়া সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আবদুর রব বাণিজ্য প্রতিদিন কে জানান, আমার স্কুলে দুই শিফটে শিক্ষক ছিলেন প্রায় ২৫ জন। ২০১৫ সালে এই কিন্ডারগার্টেন স্কুল চালু করেছিলাম রোকন সরকার, মোখলেছুর রহমান, আশরাফুজ্জামানসহ বেশ কয়েকজনের যৌথ উদ্যোগো। মার্চ/২০ পর্যন্ত শিক্ষার্থীদের পদচারণায় জমজমাট ছিল প্রতিষ্ঠানটি করতে জায়গা ভাড়া, অবকাঠামো নির্মাণ ও আনুষঙ্গিক কাজ করতে আমাদের মোটামুটি কয়েক লাখ টাকা খরচ হয়। কিন্তু মহামারীট দেড় বছরে অনেক ক্ষতি হয়েছে। আর পারছিলাম না। শিক্ষার্থীরা চলে গেছে বিভিন্ন জায়গায়। স্কুল বন্ধ করে দিয়েছি। তাই স্কুলের এখন আর কোনো অস্তিত্বই নেই।বিপুল ভাড়া বকেয়া থাকায় জমিওয়ালা জমিটা নতুন করে ভাড়া দেননি।ঘর দরজাও মোটামুটি নষ্ট হয়েছে। ফলে নিভে গেছে প্রতিষ্ঠানটির পরিচালক, প্রধান শিক্ষকসহ সবার সব আশার আলো।

আবদুর রব আরও বলেন, মহামারি করোনায় আর্থিক সংকটে পড়ে আমি দুর্বিষহ জীবনযাপন করছিলাম। একপর্যায়ে বাধ্য হয়ে নিজের বাসা-বাড়ি ছেড়ে জীবিকার তাগিদে পাড়ি দিয়েছিলাম ঢাকার বসুন্ধরা ও পরবর্তীতে সাভার এলাকায়। চিন্তা করছিলাম, জীবনধারণের জন্য নতুন করে কী করা যায়! বর্তমানে একটা ফার্মাসিউটিক্যালসের মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে রিপ্রেজেনটেটিভ এর কাজ করছি।দেখা যাক পুঁজি জোগাড় করতে পারলে দেখবো, পুনরায় কিছু করা যায় কিনা।

শেয়ার