কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা সোনালী ব্যাংক শাখার আয়োজনে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও খেলাপি ঋণ আদায় মহাক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার থানাহাট ইউনিয়নে পরিষদ চত্তরে সোনালী ব্যাংক লিমিটেডের চিলমারী শাখার ম্যানেজার মোন আলতাফ হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রিন্সিপাল অফিস সোনালী ব্যাংক লিমিটেড ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ ওয়াহেদুননবী, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন। এসময় উপস্থিত ছিলেন জেলা সোনালী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ শাহীন আক্তার ভূইয়া, চিলমারী শাখার সিনিয়র অফিসার মোঃ রাজু আহমেদ।
পরে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও খেলাপি ঋণ আদায় করা হয়েছে।