ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ফুটানিবাজার মহলবাড়ি গ্রামে পাকুড় গাছ ও বট গাছের বিয়ে হয়েছে। ঢাকঢোল পিটিয়ে মানুষকে দাওয়াত করে গাছ দুটির বিয়ে দিয়েছেন ঐ গ্রামের ভেটেলি রাণী।
মহলবাড়ি গ্রামের ভেটেলি রাণীর দিন কাটছিল নানা প্রতিকূল অবস্থার মধ্যে। নানা দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। তার সেই দুশ্চিন্তার অবসান ঘটাতে তিনি মানক করেন গাছের বিয়ে দিবেন।
তিনি আনুমানিক ৮ বছর আগে একটি পাকুড় ও একটি বট গাছ রোপণ করেন। তার আশা পূরণের উদ্দেশ্যে তিনি বট গাছটিকে একই গ্রামের পাথারু রায়ের মেয়ের সম্বন্ধ তৈরি করেন। তিনি সম্প্রতি (চলতি ফাল্গুন মাসের ১৯ তারিখে) হিন্দু ধর্মের নিয়মমতে স্বজনদের দাওয়াত করে ঢাকঢোল পিটিয়ে গাছ দুটিকে দুই রংয়ের কাপড় পরিয়ে বিয়ে দেন।
পাকুড় গাছের মা ভেটেলি রাণী বলেন, আমি নানা সমস্যায় জর্জরিত ছিলাম। সমস্যা থেকে মুক্তি পাওয়ার উদ্দেশে আমি গাছের বিয়ে দেওয়ার কথা চিন্তা করি।
বট কন্যার পিতা পাথারু রায় বলেন, ভেটেলি রাণী আমাকে বট গাছটিকে মেয়ে হিসেবে মেনে নেওয়ার জন্য প্রস্তাব দেন। বট গাছের পিতা হওয়া নাকি অনেক পূণ্যের কাজ বলে শুনেছি। তাই আম রাজী হয়ে যাই। আমরা দুটি পরিবার সম্বন্ধ ঠিক করে গাছ দুটির বিয়ে দেই।