Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

প্রণোদনার টাকায় গলার কাটা, বিপর্যয়ে রেণুপোনা উদ্যোক্তারা

৩১ মার্চ, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
প্রণোদনার টাকায় গলার কাটা, বিপর্যয়ে রেণুপোনা উদ্যোক্তারা
যশোর প্রতিনিধি :

করোনা ভাইরাসের পর সরকারের প্রণোদনা ঋণ নিয়ে বেকায়দায় পড়েছেন যশোরের রেণুপোনা হ্যাচারি মালিকরা। ঋণের মেয়াদকাল শেষ হবার কারণে এখন তাদেরকে নিয়মিত ঋণের সুদ টানতে হচ্ছে। যেখানে প্রণোদনার ঋণের সুদহার ছিল ৪ শতাংশ, সেখানে নিয়মিত ঋণের ১২ শতাংশ সুদহার দিতে হচ্ছে। যা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আবার পীড়াদায়ক হয়েছে পোনার দাম কমে যাওয়া, খাদ্যর দাম বৃদ্ধি, উচ্চরেটে বিদ্যুৎ বিল পরিশোধ করা। সব মিলিয়ে চরম বিপর্যয়ের মধ্যে রয়েছেন রেণুপোনা উদ্যোক্তারা।

হ্যাচারি মালিকদের সূত্রে জানা গেছে, করোনার প্রভাবে যশোরে ২০২১ সালে ৩৪টি মৎস্য হ্যাচারি বন্ধ হয়ে পড়ে। ওই বছর উৎপাদনের যেতে না পারায় রেণুপোনা খাতের উদ্যোক্তাদের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।চলতি বছর পুরোদমে উৎপাদনে ফিরেছেন এখাতের ব্যবসায়ীরা। এবার রেণুপোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দেড় লাখ কেজি।

মার্চ মাস থেকে আগষ্ট মাস পর্যন্ত রেণুপোনা উৎপাদনের ভরা মৌসুম। দেশের মোট চাহিদার ৬০ শতাংশ রেণু পোনা যশোর থেকে সরবরাহ করা হয়। চাঁচড়া মৎস্যপল্লীর ৩৪ টি হ্যাচারিতে গত ২০১৯-২০ অর্থবছরে প্রায় দু’লাখ ৬০ হাজার কেজি রেণু উৎপন্ন হয়।

যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি ও ফাতিমা হ্যাচারির স্বত্ত্বাথিকারী ফিরোজ খান জানান করোনাকালে আমি সরকারের প্রণোদনার ঋণ নিয়েছিলাম ১৪ লাখ টাকা। যার সুদ ছিল ৪ শতাংশ। মেয়াদ ছিল এক বছর। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে না পারার কারণে এখন সেটি নিয়মিত ঋণের সুদ দিতে হচ্ছে। এভাবে আমাদের রেণুপোণা খাতের অর্ধেক উদ্যোক্তা বিপাকে পড়েছেন। এছাড়া শিল্প রেটে আমাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। বারবার আমরা দাবি করছি বিদ্যুৎ বিল কৃষি রেটে করা হোক। সেটি কার্যকর হচ্ছেনা। এতে পিছিয়ে পড়ছি আমরা। কেননা পোনার দাম অর্ধেকে নেমে এসেছে। আবার খাদ্যের দাম বেড়েছে। সব মিলিয়ে চরম বিপর্যয়ের মধ্যে রয়েছেন রেণুপোণা খাতের ব্যবসায়ীরা।

উৎপাদনে গেলেও আমরা বিদ্যুৎ বিল ও পোনার হরমন ইনজেকশন পিজি নিয়ে উদ্বিগ্ন। আগে আমরা বিদ্যুৎ বিল দিতাম কৃষিতে। এখন সেখানে দিতে হচ্ছে শিল্পরেটে। এতে উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুন। এছাড়া মাছের হরমন ইনজেকশন পিজি আগে প্রতিপিস ছির ৮ টাকা, সেখানে এখন কিনতে হচ্ছে ৪০ টাকায়।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, রেণু পোনা উৎপাদনে যশোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলায় ৩৪টি হ্যাচারিতে পোনা উৎপাদন হচ্ছে। এর মধ্যে কার্প জাতীয় রেণু পোনা উৎপাদন ৬৪ দশমিক ৮৬ মেট্রিক. টন। জেলায় রেণু পোনার চাহিদা ১৫ দশমিক ২৩ মেট্রিক টন। উদ্ধৃত ৪৯ দশমিক ৬৩ মেট্রিক টন দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। তেলাপিয়া পোনা ১০১ দশমিক ৪০ মিলিয়ন উৎপাদন হচ্ছে। জেলায় চাহিদা রয়েছে ৯৮ দশমিক ৮৫ টন। তেলাপিয়ার উদ্ধৃত ৬ দশমিক ৫৫ টন। পাঙ্গাশ রেণু উৎপাদন ৩ দশমিক ৬২ মেট্রিক টন এবং শিং মাগুর, পাবদা, গুলসা রেণু উৎপাদন শূন্য দশমিক ৮৫ মেট্রিক টন।

যশোরে মোট ৫১টি বাওড় রয়েছে। যার আয়তন ১৮ হাজার ৮৪ হেক্টর। মূলত এসব বাওড় থেকে মাছ উৎপাদন হচ্ছে। এখানকার উৎপাদিত মাছ দেশের অর্ধেক চাহিদা মিটিয়ে থাকে।

যশোরের হ্যাচারিগুলো রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, গ্রাসকার্প, বিগহেড, থাইসরপুটি, মিরর কার্প, জাপানি, চিতল, আইড়, তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া, শিং, কৈ, থাই কৈ, পাঙ্গাস প্রভৃতি মাছের পোনা উৎপাদন করে থাকে। হ্যাচারির পাশাপাশি যশোরে ৫/৬ হাজার নার্সারি রয়েছে। জেলার ২ লাখ লোক মাছ উৎপাদন, চাষ এবং এই সংশ্লিষ্ট পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে।
জেলা হ্যাচারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান গোলদার জানান সবসময় আমাদের প্রতিকূল অবস্থার মধ্যে রেণুপোনা উৎপাদন করতে হয়। প্রচন্ড গরমে ব্যাহত হয় রেণুপোনা উৎপাদন। ৩ বছর আগে পোনার খাদ্য ডেফিডের দাম ছিল ২৮ টাকা কেজি, এখন সেটি কিনতে হচ্ছে ৮০ টাকায়।রাইস পলিস, ভুট্রা, সয়াবিন, খৈল, সরিষাসহ ওষুধের দাম কয়েকগুণ বেড়েছে। অথচ আবার পোনার দাম কমেছে। আগে মৃগেল, রুই, কাতলা, সিলভারকাপ কেজি ছিল ৬ হাজার টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে মাত্র আড়াই হাজার টাকায়। অন্যান্য পোনার দামও কমেছে। এরপর মরার উপর খারা ঘাঁ হয়ে দাঁড়িয়েছেব্যাংক ঋণ।

একই এলাকার মাছ চাষি দেলোয়ার মিয়া বলেন করোনা প্রভাবে রেনু পোনা উৎপাদন বন্ধ থাকার পর এখন আমাদের কাছে তেমন টাকা নেই। ব্যাংকের টাকা পরিশোধ করতে পারেনি। যেকারণে সবাই ভালোভাবে উৎপাদন করতে পারবেনা। তারপরও যেহেতু এই পেশায় আছি, সেকারণে আমাদের পোনা উৎপাদন করতে হচ্ছে। তবে সব মিলিয়ে এখাতের বেশিরভগ ব্যবসায়ী ভালো নেই।

এ বিষয়ে যশোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ফিরোজ আহমেদ বলেন করোনাকাল কাটিয়ে চলতি বছর যশোরের রেণুপোনা উদ্যোক্তারা তাদের কার্যক্রম শুরু করেছেন। আশা করছি এবার ভালোভাবে পোনা উৎপাদন হবে। আমরা হ্যাচারি মালিকদের সাথে যোগাযোগ রাখছি

শেয়ার