সোহাগ পরিবহনের বাস চাপায় এক কলেজ শিক্ষক নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসের চালকের শাস্তি, অসহায় পরিবারের জন্য ক্ষতিপূরন এবং নিরাপদ সড়কের দাবীতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত ২৭ মার্চ ফরিদপুর শহরের গঙ্গাবর্দী এলাকায় সোহাগ পরিবহনের একটি বাস একটি মটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী মাগুড়া সত্যজিতপুর কলেজের শিক্ষক মো. সালাউদ্দিন আহমেদ নিহত হন। বাসটি সালাউদ্দিনের মরদেহ টেনে হিচড়ে নিয়ে যায় বেশ কিছুটা দূরে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তির এমন মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। ৫ সন্তান নিয়ে যেন অন্ধকারের মধ্যে পরেছে তার স্ত্রী। নিহত শিক্ষকের বড় মেয়ে ফাতেমা ইয়াসমিন শেফা ডায়াবেটিক মেডিকেলের ২য় বর্ষের শিক্ষার্থী।
মানববন্ধন থেকে সোহাগ পরিবহনের বাসের ওই চালকের শাস্তি দাবী করা হয়, একই সাথে অসহায় পরিবারের জন্য ক্ষতিপূরন চাওয়া হয়। এছাড়াও আর কারো পরিবার যেন অনাকাঙ্খিত এমন মৃত্যুতে অসহায় না হয়ে পরে তার জন্য নিরাপদ সড়কের ব্যবস্থা করতে সরকারের কাছে জোর দাবী জানায় শিক্ষার্থীরা। মানববন্ধনে অন্যান্যের মধ্যে নিহত শিক্ষকের মেয়ে ফাতেমা ইয়াসমিন শেফা, ঝরা বর্মণ কথা, রাধিত ইসলাম, মো. ইয়াকুব, মো. গিয়াস প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এই ব্যাপারে ফরিদপুর কানাইপুর হাইওয়ে থানার অফিসার ইন চার্জ আবদুল্লাহ আল মামুন জানান, ওই ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে, বাসটি আটক করা হয়েছে, চালককে শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে।