গোপালগঞ্জে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তথ্য কমিশণ ও গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের তথ্য কমিশনার সুরাইয় বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় তথ্য
কমিশনের পরিচালক ড মো: আ: হাকিম প্রশিক্ষণ প্রদান করেন।
এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাহণ এবং জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।