সামাজিক অপরাধ ও অসংগতি এবং ডিজিটাল অপরাধ প্রতিরোধ করতে পুলিশ ও জনগনকে একসাথে কাজ করতে হবে। সকলের সহযোগীতা, সচেতনতা ও ভূমিকা অনেক বেশী গুরুত্বপূর্ণ। এজন্য পুলিশকে সহায়তা করতে সকলকে আহ্বান জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাত সুমন।
তিনি বলেন, আইনি ব্যবস্থা গ্রহণের সাথে সকলের সচেতনতা যেকোনো অপরাধ অনেকাংশে কমাতে পারে। তাই পারিবারিক ও সামজিক ভাবে অপরাধের ধরন ও অপরাধীর কৌশল সম্পর্কে সচেতন হওয়া জরুরী।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউপি চত্বরে ওসি কামাল হোসেনের সভাপতিত্বে ও বিট ইনচার্জ এসআই ইবনে ফরহাদের সঞ্চালনায় বিট পুলিশিং আয়োজিত সভায় এসব বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, ইউপি সদস্য-সদস্যাগণ সহ অনেকে।