Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

চবিতে পিএইচপি’র অর্থায়নে মসজিদ উদ্বোধন

৩১ মার্চ, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ
চবিতে পিএইচপি’র অর্থায়নে মসজিদ উদ্বোধন
দিদারুল আলম, চট্টগ্রাম :

পিএইচপি ফ্যামিলির আর্থিক ও কারিগরি সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন মসজিদ। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিজ্ঞান অনুষদের পাশে মিজানুছ ছালাম জামে মসজিদ উদ্বোধন করেছেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ একুশে পদক পাওয়া পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, ‘আমি একটি জিনিস হৃদয়ের গভীরে ধারণ করি আল্লাহতায়ালা কোরআনে বলেছেন, এ পৃথিবীতে ধন-সম্পদ যা কিছু আছে সবকিছুর মালিক মহান আল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা এসবের আমানতদার। আমরা শুধু এসবের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত, আমরা এসবের কেয়ারটেকার। বিধাতা মানবজাতিকে এ পৃথিবীতে প্রেরণ করেছেন, তাঁর ইবাদত করার জন্য। এ দুনিয়ায় মানুষ ধন-সম্পদ অর্জন করলেও খালি হাতে ফিরে যেতে হয়। ব্যবসা-বাণিজ্য করে যে টাকা আমরা উপার্জন করি, এর অধিকাংশই আমরা জনহিতকর কাজে ব্যয় করি।’

মানবিক কাজের জন্য আলোচিত এ শিল্পপতি আরও বলেন, ‘আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ইফতেখার উদ্দিন চৌধুরী আমাকে এই মসজিদ দেখিয়ে বললেন একটা সুযোগ আছে সে সুযোগটি আপনি কাজে লাগান। ভালো কাজ সবাই করতে পারে না। আল্লাহ যাদেরকে সুযোগ দেন তারাই কেবল ভালো কাজ করতে পারে। এই মসজিদটি অনেক জরাজীর্ণ। আপনি যদি পারেন পিএইচপি ফ্যামিলির উদ্যোগে মসজিদ পুনঃনির্মাণ করে দেন। সেই প্রেক্ষিতে আমরা মসজিদের কাজ শুরু করি।’

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য একুশে পদক পাওয়া সূফী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আইসিইউ বেড করে দিয়েছি। সেখানে বিভিন্ন উন্নয়ন কাজ করেছি। শিশুদের জন্য বিশেষ আইসিইউ নির্মাণ করা হয়েছে। মা ও শিশু হাসপাতালে বিভিন্ন উন্নয়নমূলক কাজে পিএইচপি ফ্যামিলি অংশ নিয়েছে। বিভিন্ন জায়গায় মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পিএইচপি অনুদান দিয়ে চলেছে। সব মানুষের খেদমতে এগিয়ে আসা আমাদের দায়িত্ব মনে করি। পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে এ ধরনের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।’

এরপর আমরা পিএইচপি ফ্যামিলি এ মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছি। আজকে এ মসজিদের কাজ শেষ হয়েছে। আশা করি আমাদের সন্তানরা এ মসজিদে নামাজ পড়বেন এবং সঠিক পথে চলবেন।

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, গত তিন বছর ধরে এ মসজিদ নির্মাণের কাজ চলছিল। সুফি মিজানুর রহমান একুশে পদকপ্রাপ্ত ও প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ একজন মানুষ। তিনি একজন সমাজসেবী মানুষ। রমজান শুরু হতে যাচ্ছে। মসজিদটি এর আগেই উদ্বোধন করা হয়েছে। আমরা আশা করি, এর ফলাফল আল্লাহর কাছে পাবেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার সারাজীবন সুফি মিজানুর রহমানের এ অবদানের কথা মনে রাখবে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম হাসান এবং চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহিদুল হক। এছাড়া পিএইচপি গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর আলী হোসেনসহ বিভিন্ন মসজিদের খতিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় পিএইচপি ফ্যামিলি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে মসজিদ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। পিএইচপি নির্মিত মসজিদের ইমাম, মুয়াজ্জিনের বেতন, মসজিদের রক্ষণাবেক্ষণ ব্যয় আজীবন পিএইচপি ফ্যামিলি বহন করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

উদ্বোধন শেষে মুনাজাত ও মিলাদ পরিচালনা করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, মুসল্লিরা অংশগ্রহণ করেন।

শেয়ার