বালুবাহী বলগেটের ধাক্কায় নোয়াখালীর কবিরহাটের ধানশালিক ইউনিয়নে চাপরাশি খালের ওপর নির্মাণাধীন চরএলাহী ব্রিজের স্টেজিং (সুরক্ষা খুঁটি) ভেঙে গেছে। এতে ধ্বসে পড়ার হুমকিতে রয়েছে সড়ক ও জনপথ বিভাগের অধীনে নির্মাণাধীন ওই ব্রিজটি। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সড়ক বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে নির্মাণাধীন ব্রিজের পূর্ব পাশে চট্টগ্রাম থেকে বালু নিয়ে আসা একটি বলগেট কূলে বাধা ছিলো। দুপুরে প্রচন্ড জোয়ারে পূর্ব দিক থেকে হঠাৎ বলগেটটি ছিঁড়ে এসে ব্রিজের স্টেজিংএ ধাক্কা দিয়ে ভেঙে উত্তর দিকে চলে যায়। এতে স্টেজিং এর স্টীলের বেশ কয়েকটি খুঁটি ভেঙে যায়। এর আগেও তিন দফায় একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন নির্মাণাধীন প্রতিষ্ঠান।
সূত্র আরও জানায়, চাপরাশি খালের ওপর আগে একটি স্টীলের ব্রিজ ছিল। সেটি যাতায়াতের অনুপযোগী হওয়ায় ২০২০ সালের ডিসেম্বর মাসে নতুন পাকা ব্রিজ নির্মাণের কাজ শুরু করে সড়ক বিভাগ। ৯৭ মিটার দৈর্ঘ্যরে ওই ব্রিজ নির্মাণে ব্যায় ধরা হয়েছে ১৮ কোটি টাকা। ইতোমধ্যে ব্রিজের ডালাইয়ের কাজও শেষ হয়ে গেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স মাহমুদুর রহমান এর কাজটি করছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার মো.ইউছুফ ইউহানা বলেন, কোন সেফটি ছাড়া বলগেটে করে চাপরাশি খালে বালু নিয়ে আসে। বলগেট গুলো জোয়ারে ভেসে এসে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ক্ষতিগ্রস্থ করে এবং স্টেজিং ভেঙ্গে পানিতে তলিয়ে নিয়ে যায়। এ নিয়ে মোট চার দফায় ব্রিজটির বিভিন্ন অংশে একই ঘটনা ঘটে।
এ বিষয়ে নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্যাহ বলেন, বিষয়টি জেনে উপ-বিভাগীয় প্রকৌশলী মো.নিজাম উদ্দিন সরেজমিনে পরিদর্শন করেছে।
ব্রিজের কাজ প্রায় শেষ মুহুর্তে, ফলে ব্রিজের তেমন ক্ষতি হয়নি। তবে স্টেজিং ভেঙে যাওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।