Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

পাঁচ পুলিশ সদস্যকে পিটিয়ে আসামি ছিনতাই

০২ এপ্রিল, ২০২২ ১১:৫৪ পূর্বাহ্ণ
পাঁচ পুলিশ সদস্যকে পিটিয়ে আসামি ছিনতাই
সিলেট প্রনিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাটে পাঁচ পুলিশ সদস্যকে পিটিয়ে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়িকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চুনারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে এক কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানে এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধায় দেউন্দি চা বাগানে মাদক পাচারের তথ্য পায় পুলিশ। পরে চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য সেখানে অভিযান চালান। এ সময় ১৫ লিটার বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়িকে আটক করে পুলিশ। তাকে নিয়ে আসার সময় একদল মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা চালায়। মাদক ব্যবসায়িরা পুলিশ সদস্যদের মারপিট করে হ্যান্ডকাপসহ আটক মাদক কারবারীকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ও কনস্টেবল জুয়েল মিয়া গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে কনস্টেবল জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা হবিগঞ্জ সদর হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান এবং চিকিৎসার যাবতীয় খোঁজ-খবর নেন।

চুনারুঘাট থানার (ওসি) মো. আলী আশরাফ জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। এছাড়া বাকিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার