Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

দুর্যোগ থেকে বাঁচতে যমুনার চরে মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন

০২ এপ্রিল, ২০২২ ১:১২ অপরাহ্ণ
দুর্যোগ থেকে বাঁচতে যমুনার চরে মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

বন্যা ও দুর্যোগ থেকে রক্ষার জন্য সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন দুটি মুজিব কিল্লা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি ও হাট বয়রায় মুজিব কিল্লা দুটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

মুজিব কিল্লার উদ্বোধনী অনুষ্ঠানে এমপি হাবিবে মিল্লাত মুন্না বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে একের পর এক উন্নয়ন করে দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। চরাঞ্চলে স্কুল-কলেজ, ইউনিয়ন পরিষদ ভবন, স্বাস্থ্য কমপ্লেক্স ভবন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ করাসহ রাস্তা-ঘাট, কালভার্ট, বিদ্যুৎ সুবিধা দিয়ে অসম্ভবকে সম্ভব করে সারাদেশের সাথে চরাঞ্চলেরও উন্নয়ন করে চলেছে।

অনুষ্ঠানে কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামাত আলী মুন্সী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মির্জা আলী আকবরসহ স্থাণিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সী বলেন, নির্মাণ কাজ শেষ হলে অত্যাধুনিক সুযোগ-সুবিধার মুজিব কিল্লায় বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে চরাঞ্চলের ৪০০ পরিবার আশ্রয় নিতে পারবে। গবাদিপশুসহ তাদের বহনযোগ্য মালামাল এখানে নিরাপদে রাখতে পারবে। এছাড়াও চরাঞ্চলের মানুষ সামাজিক, পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করতে পারবে মুজিব কিল্লায়। গ্রাম হবে শহর মাননিয় প্রধানমন্ত্রীর এই ঘোষণার বাস্তবায়ন হচ্ছে চরাঞ্চলের মানুষের জন্য অত্যাধুনিক সুযোগ- সুবিধা সম্পন্ন মুজিব কিল্লা।

শেয়ার