Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

সিরাজগঞ্জে ফেন্সিডিল ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

০২ এপ্রিল, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ফেন্সিডিল ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

র‌্যাব-১২ সদস্যরা বগুড়া জেলার শেরপুর ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শিয়ালা গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সোহেল রানা (২৮) ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পরমান্দপুর গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ আব্বাছ আলী (৩৭)।

র‌্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার ফুটভিলেজ ঈদগাহ জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেন্সিডিলসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ১টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা বাজারে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ আব্বাছ আলীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ১ হাজার ৬’শ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার