গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধু সংগীত কলেজ বরিশালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মুহিদুল ইসলাম।
বাংলাদেশ কম্পিউটার সমিতির নব নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার ও সাধারন সম্পাদক কামরুজ্জামান ভূইয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় বাংলাদেশ কম্পিউটার সমিতির সহ-সভাপতি রাশেদ আলী ভূইয়া, ট্রেজারার নজরুল ইসলাম হেলালী, খুলনা বিভাগের সভাপতি মুন্সী আরিফুরজ্জামান, বরিশাল বিভাগের সভাপতি মোঃ খলিলুর রহমানসহ নব নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ কম্পিউটার সমিতির নব নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছেন তাতে আমরা একসাথে কাজ করতে চাই। আমরা সজীব ওয়াদের জয়ের সাথে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বাংলাদেশ কম্পিউটার সমিতি এক সাথে কাজ করবে। আশা করবো ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ সম্পূর্ণরূপে ডিজিটাল বাংলাদেশে রুপান্ত হবে।
এর আগে বঙ্গবন্ধু সংগীত কলেজ বরিশালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মুহিদুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানায় শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় কলেজের উপাধাক্ষ্য মোঃ বেল্লাল হোসেন,সংগীত প্রভাষক কৃষ্ণ কান্ত শীল, পলাশ চন্দ্র ঢালীসহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।