Top

রংপুরে নিত্যপণ্যের দাম কমলেও কমেনি তেলের দাম

০৪ এপ্রিল, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ
রংপুরে নিত্যপণ্যের দাম কমলেও কমেনি তেলের দাম
রংপুর প্রতিনিধি :

রংপুর নগরীর বিভিন্ন হাট-বাজারে কাঁচা সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম কিছুটা কমলেও ভোজ্যতেলের দামে কোন পরিবর্তন হয়নি । পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা সরকারের আদেশ না মেনেই তাদের ইচ্ছামতো দামে বিক্রি করছে সোয়াবিন তেল। কমেছে মুরগি, সবজি ও পেঁয়াজের দাম। এছাড়া অপরিবর্তীত রয়েছে চাল ও মাছের ড্যাম।

সোমবার রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল এখনো ১৬৫ টাকা ও খোলা সয়াবিন গত সপ্তাহের তুলনায় একটু কমে ১৬৫-১৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বোতলজাত পাঁচ লিটার তেল ৭৮০-৭৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

কামালকাছনা বউ বাজারে বাজার করতে আসা স্কুল শিক্ষিকা নোরা আফরিন বাণিজ্য প্রতিদিনকে জানান, রোজা আসলেই কে কতো মুনাফা করতে পারবে এই প্রতিযোগীতা শুরু হয় দেশের ব্যবসায়ীদের মাঝে। সরকারের নির্ধারিত দামের চাইতে ৫-১০ টাকা বেশি দামে তাদের তেল কিনতে হচ্ছে।

নগরীর সিটি বাজার গিয়ে দেখা গেছে ব্রলার মুরগি ১০ টাকা কমে ১৫০-১৬০ টাকা, পাকিস্থানি মুরগি ১০ টাকা কমে ২৭০-২৮০ টাকা, দেশি মুরগি আগের মতোই ৪৪০-৪৫০ টাকা এবং পাকিস্থানি লেয়ার ২৪০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস ৬০০-৬৪০ টাকা এবং খাসির মাংস ৮৫০-৯০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।

সিটি বাজারের বাজারের আড়তদার রিপন মিয়া বাণিজ্য প্রতিদিনকে জানান, রোজার আগের দিন ও পরের দিন সবজিয়ে দাম ছিলো এখন তা অনেকটা কম। তবে এর স্থিতিশীলতা বজায় থাকবে কিনা বা আরও কমবে কিনা তা বলা যাচ্ছে না। যেকোনো সময় দাম বাড়তে-কমতে পারে।

সিটি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সব ধরনের সবজির দাম আরও ১০-১৫ টাকা করে কমেছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি টমেটো এখন ২৫-৩০ টাকা, গাজর ৩০ টাকা, মটরশুটি ৬০ টাকা, করলা ৬০ টাকা, চিকন বেগুন ৩০ টাকা, গোল বেগুন ৪০ টাকা, সিম ৩০ টাকা, শসা ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, লেবু প্রতি হালি ২৫ টাকা, কাঁচামরিচ ৭৮০ টাকা, শুকনা মরিচ ৩০০ টাকা, লাউ প্রতিপিস ৩৫ টাকা, কাঁচকলা হালি ২৫ টাকা, ঢেড়স ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, পটল ৬০ টাকা, সজনে ৮০ টাকা, প্রতি কেজি মিষ্টি আলু ও মিষ্টি কুমড়া ৩০ টাকা এবং দেশি পেঁয়াজ ৩০ ও ভারতীয় পেঁয়াজ ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আদা ও রসুন আগের দরেই ৪০-১০০ টাকা এবং ব্রয়লার মুরগির ডিমের হালি খুচরা বাজারে ৩৪-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে কার্ডিনাল আলু গত সপ্তাহের মরেই ১২ টাকা এবং শিল আলু ২৫ টাকায় পাওয়া যাচ্ছে।

এছাড়া খোলা চিনি ৮০ টাকা এবং প্যাকেট চিনি ৮৫ টাকা, ছোলা ৭০ টাকা, মসুর ডাল মাঝারি ১০০ টাকা, চিকন ১২০ টাকা, আটা প্যাকেট ৪০ টাকা ও খোলা ৩৬-৩৮ টাকা এবং ময়দা ৫৫-৬০ টাকা প্যাকেট বিক্রি হচ্ছে। খুচরা বাজারে চালের দামে তেমন একটা হেরফের নেই। আগের মতোই স্বর্ণা (মোটা) ৪৬-৪৮ টাকা, বিআর ২৯ ৩ টাকা বেড়ে ৫৩ টাকা, বি ২৮ আগের মতোই ৫৪-৬০ টাকা, মিনিকেট ৬৮ টাকা এবং নাজির শাইল ৭৫ টাকা কেজি দরে বিক্রি
হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা যায়, অপরিবর্তিত রয়েছে সব ধরণের মাছের দর। রুই মাছ (আকারভেদে) ২৮০-৩৫০ টাকা, মৃগেল ২৪০ টাকা, কারপু ২০০টাকা, পাঙাস ১২০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, বড় চিংড়ি ৭০০ টাকা, কাতল ২৪০ টাকা, বাটা ১৫০-১৬০ টাকা, স্বরপুটি ১৫০ টাকা, শিং ৩৫০ টাকা এবং সিলভার কার্প ১৪০- ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শেয়ার