Top

ধুনট প্রেসক্লাবের ইফতার মাহফিল

০৭ এপ্রিল, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ
ধুনট প্রেসক্লাবের ইফতার মাহফিল
ধুনট (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার ধুনট প্রেসক্লাবের আয়োজনে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ধুনট প্রেসক্লাব চত্তরে এ আয়োজন করা হয়। ইফতার পুর্ব এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।

সভায় অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত ও ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। এসময় বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ ও সহসভাপতি রেজাউল হক মিন্টু।

উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর বাবুল আকতার বাবু, রনজু মল্লিক, আলীআজগর মান্নান, রফিকুল ইসলাম, সেলিম রেজা, মুনজিল হোসেন আপাল শেখ, সাংবাদিক বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, জহুরুল মল্লিক, জাহিদুল ইসলাম, আতিকুর রহমান, ফজলে রাব্বী মানু, তারিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার