Top
সর্বশেষ

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী হলেন যারা

১১ এপ্রিল, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী হলেন যারা
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১০ এপ্রিল রোববার দিনব্যাপী জেলা আইনজীবী সমিতির হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আওয়ামীলীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদের মধ্যে ১১টি পদে বিজয়ী হয়। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের ১ জন প্রার্থী বিজয়ী হয়।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের সভাপতি পদে তোজাম্মেল হক মঞ্জু, সহ-সভাপতি- ফজলুল হক, আবু মনসুর বাবুল, সাধারণ সম্পাদক- ইমরান হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক- আবু আলা মো. হালিমুজ্জামান হেলালী, লাইব্রেরি ও সাংস্কৃতিক- শাহজাহান কবির, কমনরুম ও কালচারাল- মো. আতিকুর রহমান সোহাগ, সদস্য- মো. ইদ্রিস, মো. আসাদুজ্জামান, মো. আবুল কালাম আজাদ ও জয়ন্ত রায় নির্বাচিত হন।

অপরদিকে জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের অর্থ সম্পাদক পদে মো. নুরুল ইসলাম নির্বাচিত হন। রাত ১১ টায় নির্বাচন কমিশনার এ্যাড. আজিজুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

২২০ জন সদস্যের মধ্যে ২০৮ জন সদস্য ভোট প্রদান করেন। ৩টি ভোট বাতিল হয়। নব নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।

শেয়ার