শেরপুরে একতা স্পেশালাইজড (প্রাঃ) হাসপাতালের উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। ১৩ এপ্রিল বুধবার সকালে জেলা হাসপাতাল রোডের নারায়ণ পুর মহল্লায় অবস্থিত উক্ত হাসপাতাল উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে হুইপ আতিক বলেন, পরিক্ষা নিরিক্ষার ক্ষেত্রে সাধারণ গরিব মানুষদের যতটুকু ছাড় দেওয়া যায় ততটুকু ছাড় দিয়ে আপনারা চিকিৎসা সেবা চালিয়ে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় আমাদের দেশ অনেকটা এগিয়ে গিয়েছে, চিকিৎসা সেবা থেকেও পিছিয়ে নেই আমরা।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীম আরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ জসিম উদ্দিন,শেরপুর জেলা শাখা স্বাচিপের সভাপতি এ.টি.এম মামুন জোস,বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোঃ গোলাম মোস্তফা,সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি, ব্যাবস্থাপনা পরিচালক মোঃ দিদারুল ইসলাম দিদার,হাসপাতালের পরিচালক মোঃ মতিউর রহমান মতিন, মোঃ তৌফিকুর রহমান, মোঃ মোশারফ হোসেন,মোঃ শাহরিয়ার আলম ও মোঃ মাসুদ রানা প্রমুখ।