Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

১৩ এপ্রিল, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমিনের ২৬তম ইন্তেকাল বার্ষিকী, তাঁর জন্মশত বার্ষিকী ও তার সহধর্মিণী ফাতেমা বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ এপ্রিল) শহরের জে.আর কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের আয়োজনে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে দোয়া মাহফিল, কোরআন খতম, কিরাত প্রতিযোগিতা, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা পদক ও সনদ প্রদান শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ সভাপতি পয়গাম আলী, ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের সভাপতি প্রফেসর মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মামুন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম রোমানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় মির্জা রুহুল আমিন, তার সহধর্মীনী ফাতেমা বেগম, বিভিন্ন মরহুম ব্যক্তিসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার শিফট ইনচার্জ হাফেজ মো. রশিদ আলম।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে সামাজিক উন্নয়নে অবদান রাখায় মো. আকবর হোসেনের পক্ষে তার পরিবার, মরহুম রাজিউর রহমান চৌধুরী রাজু (মরণোত্তর) এর পক্ষে তার পরিবার, ক্রীড়া উন্নয়নে মরহুম আধ্যাপক মহসিন (মরণোত্তর) এর পক্ষে তার পরিবার, সাংস্কৃতিক উন্নয়নে দেব কুমার গুহ ঠাকুরতা (কালা), নারী উন্নয়নে মনোয়ারা বেগম লিলি এবং শিক্ষা উন্নয়নে অধ্যক্ষ আবুল হোসেন সরকারের পক্ষে তার পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার