Top

চিলমারীতে দুই জুয়াড়ী আটক

১৩ এপ্রিল, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ
চিলমারীতে দুই জুয়াড়ী আটক
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে জুয়া খেলার সময় হাতে নাতে দুই জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা রুজু করে, আসামীদের আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে যার মামলা নাম্বার-৪।

থানা সুত্রে জানা গেছে, গতকাল রাত রাড়ে ১০টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বকুলতলা এলাকায় চিলমারী মডেল থানার এসআই কাইয়ুম আলী এর নেতৃত্বে এসআই মোঃ আতিকুর রহমান এএসআই মোঃ মাসুদ মন্ডল ও সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় হাতেনাতে নজরুল ইসলাম (৪৫) ও নয়া মিয়া (৩৮) কে আটক করে। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ ৮৩০টাকা জব্দ করেন।

আটককৃতরা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফলিমারী এলাকার সামছুক হকের ছেলে নজরুল ইসলাম ও খারুয়ারপাড় এলাকার আব্দুল জলিলের ছেলে নয়া মিয়া।

 

 

শেয়ার