Top
সর্বশেষ

উলিপুরে ঐতিহ্যবাহী চড়কের মেলা উৎসবে পরিণত হয়েছে

১৪ এপ্রিল, ২০২২ ১২:৪৬ অপরাহ্ণ
উলিপুরে ঐতিহ্যবাহী চড়কের মেলা উৎসবে পরিণত হয়েছে
রোকন মিয়া, উলিপুর (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চারশত বছরের ঐতিহ্যবাহী চড়কের মেলায় ঢল নেমেছে ছোট বড় সব বয়সী মানুষের। প্রতি বছর পহেলা বৈশাখে উপজেলার থেতরাই ইউনিয়নের (গুনাইগাছের নিকট) হোকডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী চড়কের মেলায় জেলার বিভিন্ন উপজেলা ও পাশ্ববর্তী জেলা থেকে লাখো মানুষের সমাগম ঘটে এ মেলায়।

কখন থেকে এ মেলার আয়োজন হচ্ছে তা নিয়ে সঠিক ইতিহাস জানা যায় নি। এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় হোকডাঙ্গা গ্রামের অশীতিপর কাঞ্চিয়া চন্দ্র বর্মণ, মঙ্গলু দাস,যোগেশ চন্দ্র বর্মণের সাথে। তারা বলেন, ছোটবেলা থেকে চড়কের পুজায় এখানে মেলা হয় দেখে আসছি। বাপ দাদার আমলেরও আগে থাকি, যেটা শুনছি না হইলেও চারশ বছরের বেশি হইবে এ মেলার বয়স।তখন এইখানে খোলা মাঠে সার্কাস হছিল, হাতি আসছিল আরও কত কি!

হোমিওপ্যাথি চিকিৎসক মানিক চন্দ্র বর্মণ ওরফে পুতুল (৮৫) বলেন, চড়কের মেলা মূলত আমাদের চড়কের পুজার মেলা। বাবা – দাদাদের কাছে শুনেছি এই মেলা বহুদিন থেকে প্রচলিত। কমপক্ষে চার পাঁচশত বছর কিংবা তারও বেশী হবে।আগে খোলা মাঠে মেলা হত, স্কুল হওয়ার পর সেখানে হয়। আমাদের ছেলেবেলায় দেখেছি দূরদূরান্ত থেকে সার্কাস আসতো, নাচ গানের আয়োজন করা হত। উৎসব আমেজে পরিণত হত আশপাশের এলাকা। অনেক দূর থেকে লোকজন আসে এখনও।

সরেজমিনে দেখা গেছে, মেলায় ঢল নেমেছে শিশু কিশোর সহ সব বয়সী নারী পুরুষের। মেলা ঘুরে এ প্রতিবেদক দেখেছেন, বাহারি পণ্যের পসরা বসেছে মেলায়। শিশুদের আনন্দ-বিনোদনের জন্য মেলায় পাওয়া যাচ্ছে মাটির পুতুল, পালকি, ঘোড়া, ষাঁড়, হরিণ, হরেক রকমের ঘুড়ি, টমটম, লাটিম, গাড়ি, বল, বেলুন, বাঁশিসহ নানান রকমের খেলনা। ছোট মেয়ে ও কিশোরীরা মেলা থেকে কিনছেন আলতা, স্নো, পাউডার, কাঁচের চুড়ি, নাকের নোলক, কানের দুল, চুলের ফিতা, খোপা, ক্লিপসহ দেহাবরণের জিনিসপত্র।

এ ছাড়া গৃহস্থালির জিনিসপত্র যেমন দা, কাঁচি, কুড়াল, খুন্তি, রান্না-বান্নার সরঞ্জাম, পাখা, চালনি, জলচৌকি, পিঁড়ি থেকে শুরু করে বৃদ্ধদের ছড়িও পাওয়া যাচ্ছে মেলায়। মেলা থেকে কেনাবেঁচা হচ্ছে জিলাপি, গজা, রসগোল্লা, কদমা, বাতাসা, বিন্নি ধানের খৈ প্রভৃতি । কাপড়, মনোহারি, প্লাস্টিক পণ্য, পূজার জিনিসপত্র, ধর্মীয় পোস্টার, ছবি, বাঁশ-বেতের সামগ্রী, তামা-কাঁসা-পিতলের বাসনপত্র প্রভৃতির দোকানও বসেছে মেলায়।

মেলায় আসা শিশু আরমান, বিজয়, দিশা, রিয়া,বাইজিদ, নিশিতা, সাদিয়াসহ কয়েকজন বলে, মেলায় এসে খুব মজা করছি। অনেক কিছু কিনেছি। খেলনা কিনেছি, চুড়িফিতা এইগুলা কিনেছি, মুড়ি মুড়কি কিনেছি। খুব ভালো লাগছে আমাদের।

মেলায় দলবেধে এসেছে মোনারুল ইসলাম, ফয়সাল আমিন, সুমাইয়া, মুশফিকা, মিশুসহ কয়েকজন কিশোর কিশোরী। ওরা বললো,প্রতি বছর চড়কের মেলায় আসি। এখানে এসে অনেক কিছু কেনাকাটা করেছি। এককথায় অসাধারণ একটা সময় কাটলো আমাদের। অনেক আনন্দ পেলাম মেলায় ঘুরে।

মেলায় স্টল দিয়েছেন আতিয়ার রহমান, জহুরুল ইসলাম, বিকাশ দাসসহ অনেকেই। তারা জানান, প্রতি বছর বিভিন্ন মেলায় দোকান দেই। এই মেলা বেশ পুরোনো। করোনায় দুই বছর বন্ধ ছিলো।দেখা যাক এবার কিরকম বিক্রি হয়। রেজা আহমেদ নামের একজন জানান, এই বছর প্রথম এই মেলায় দোকান দিয়েছি।বেচাকেনা বেশ ভালোই হচ্ছে। ছোট ছেলেমেয়েদের খেলনা ও কসমেটিকসের চাহিদা প্রচুর।পাশাপাশি বড়দেরও জিনিসপত্র বিক্রয় হচ্ছে।

মেলার চড়ক পূজার পুরোহিত বলেন,দীর্ঘকাল ধরে এখানে চড়ক পূজা হচ্ছে। চড়ক পূজার মেলা এখানে উৎসবে পরিণত হয়। মেলা আয়োজক কমিটির সভাপতি আনিছুর রহমান মেম্বার, সেক্রেটারি আবু মুছা, সদস্য রিয়াজুল ইসলাম, শফিকুল ইসলাম বলেন, প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতায় মেলা জমে উঠেছে। করোনার কারণে দুই বছর বন্ধ থাকায় তার প্রভাব কেমন থাকবে বলা যাচ্ছে না। মেলার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক।

শেয়ার