Top

পঞ্চগড়ে বর্ষবরণ উদযাপন

১৪ এপ্রিল, ২০২২ ২:২১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বর্ষবরণ উদযাপন
পঞ্চগড় প্রতিনিধি :

রমজানের কারণে পান্তা ইলিশ না থাকলেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে বর্ষবরণ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে পঞ্চগড় কালেক্টরেট চত্বর থেকে বর্নাঢ্য ও বর্ণিল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে গিয়ে শেষ হয়। দেশের ঐতিহ্যের লোকগাঁথা সংস্কৃতির বিভিন্ন চিত্র ফুটে উঠে শোভাযাত্রায়। শোভাযাত্রা শেষ জেলা প্রশাসনের উদ্যোগে পঞ্চগড় কালেক্টরেট চত্বর দিনব্যাপী শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় শিশু শিল্পীরা অনুষ্ঠানে গান পরিবেশন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় এম আর সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান, পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার