Top
সর্বশেষ

রমজানের উপহার নিয়ে দুঃস্থদের পাশে ‘মানব কল্যাণ ছাত্র সংগঠন’

১৫ এপ্রিল, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ
রমজানের উপহার নিয়ে দুঃস্থদের পাশে ‘মানব কল্যাণ ছাত্র সংগঠন’
কুড়িগ্রাম প্রতিনিধি :

‘মানব কল্যাণ ছাত্র সংগঠন-কুড়িগ্রাম ‘ অসহায় দুঃস্হদের পাশে দাড়িয়েছে রমজানের উপহার নিয়ে। জেলা শহর ও উলিপুর উপজেলার বিভিন্ন জায়গায় হঠাৎই হাজির হয়েছেন তাদের উপহার নিয়ে। আকস্মিক রমজানের উপহার পেয়ে খুশি প্রকাশ করেছেন উপকারভোগীরা।

গতকাল রাত ও আজ সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রমজানের উপহার সামগ্রী প্রদান করা হয়।রমজানের এসব উপহার প্যাকেজে ছিলো চাল- ৫ কেজি, আলু- ৫ কেজি, মসুর ডাল- ১ কেজি,সয়াবিন তেল ১ লিটার , লবন ১ কেজি, চিনি ৫০০ গ্রাম, লাচ্চা সেমাই ৫০০ গ্রাম, মুড়ি ১ কেজি, খেজুর ২৫০ গ্রাম, পিয়াজ ২ কেজি, রসুন ৫০০ গ্রাম, কাচা মরিচ ২৫০ গ্রাম,মিস্টি কুমড়া ১ পিচ।

উপহার পেয়ে নন্দুনেফড়া গ্রামের অশীতিপর নিঃসন্তান বৃদ্ধ দম্পতি বাহারাম বাদশা ও শাইবানি বলেন, হামার ছাওয়া পোয়া নাই। খুব কষ্ট করি বাঁচি আছি।তোমরা হামাক বেটার মত দিলেন। তোমার সবারই জন্য দোয়া করমো বাবা।আল্লাহ তোমার গুলার ভালো করুক।

এসময় উপস্থিত ছিলেন, মানব কল্যাণ ছাত্র সংগঠনের সভাপতি কাওসার আহমেদ, সেক্রেটারি জাহিদ হাসান, সমাজসেবক মাছুম আহমেদ, সংবাদকর্মী রোকন সরকার, সদস্য বিপ্লব,নুরআলম,নিরব,রেজাউল,সাগর,উমর,মিনহাজ,আমিনুর প্রমুখ।

সভাপতি কাওসার আহমেদ জানিয়েছেন, আমাদের সংগঠন এর সব থেকে বড় ইভেন্ট এটাই প্রথম, যদিও পরিকল্পনায় টাকার অঙ্কটা অনেক বেশি ছিল কিন্তু কাজ শুরুর পর মনে হলো যে কোন সমস্যার সম্মুখীন হতে হবে না ইনশাআল্লাহ আর ফাইনালি যখন কাজটা সম্পন্ন হলো তখন নিজের প্রতি একটা ভালোলাগা কাজ করতেছে যে আমরা আসলেই পেরেছি এবং এখান থেকে আমরা আরো কনফিডেন্ট হলাম যে লক্ষ্য যদি অটুট থাকে আর কাজের উদ্দেশ্য সৎ হয় তাহলে এরকম কাজ সম্ভব এই চিন্তাভাবনা করে সামনের প্রোগ্রাম গুলো করতে এখন আর আগের মত হিমশিম খেতে হবে না। আর যারা আমাদের সহযোগিতায় ছিলেন তাদের প্রতি চির কৃতজ্ঞ।

শেয়ার