Top

নীলফামারীতে রঙ্গিন সাজে বর্ষবরণ

১৫ এপ্রিল, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ
নীলফামারীতে রঙ্গিন সাজে বর্ষবরণ
এম. আবুল হোসেন শাহ্, নীলফামারী :

নীলফামারীতে বাঙ্গালীপনার বিভিন্ন সাজে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ। বর্ষবরণের এমন সাজ আচার-অনুষ্ঠানের উচ্ছাস ছড়িয়ে পড়ে শহর ও গ্রামে।

এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয় নানা কর্মসূচি।

সকালে জেলা শহরের বৈশাখী চত্বর হিসেবে পরিচিত কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঢাক, ঢোল, গরু ও ঘোড়ার গাড়ী, দোয়েল পাখি, ইলিশ, কুলা. ঢেঁকিসহ গ্রাম বংলার বিভিন্ন ঐতিহ্যের প্রতীকে সজ্জিত শোভাযাত্রায় সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুধি সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেয়।

বেলা ১০টার দিকে ডিসি গার্ডেনে অনুষ্ঠিত হয় শিশুদের কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরে বৈশাখী চত্বরে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে বক্তৃতা দেন পুলিশ সুপার মোখলেছুর রহমান, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)  অক্ষয় কুমার রায়, জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়া সেলিম আহমেদ,  নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি প্রকৌশলী এসএম শফিকুল আলম ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।

এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে শিশু পরিবার ও কারাগারে সাংস্কৃতিক অনুষ্ঠান, কাগারে বন্দী কয়েদিদের হাতের তৈরী বিভিন্ন পণ্যের প্রদর্শণীর আয়োজন করা হয়। সন্ধ্যায় কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে পরিবেশন করা হবে ঐতিহ্যবাহী বাঙ্গালী খাবার।

 

শেয়ার