Top
সর্বশেষ

ডিমলা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ইফতার মাহফিল

১৫ এপ্রিল, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ
ডিমলা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ইফতার মাহফিল
শিমুল খান :

নীলফামারী জেলার ডিমলা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দলের নেতাকর্মীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ( ১৫ এপ্রিল) বিকেলে ডিমলা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আমন্ত্রিত অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা ড. মেহেজেবুন্নেসা রহমান টুম্পা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মাননীয় ভাইস-চেয়ারম্যান ও নীলফামারী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আহসান আদেলুর রহমান এমপি, জাতীয় ছাত্র সমাজের সাহিত্য বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান অয়নসহ জেলা জাতীয় পার্টির বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের সংসদ আহসান আদেলুর রহমান এমপি বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রবর্তিত উপজেলা পদ্ধতির সুফল মানুষ আজও ভোগ করছে। তিনি এরশাদের স্বপ্ন প্রাদেশিক সরকার পদ্ধতি বাস্তবায়নে সকলের প্রতি আহ্বান জানান।

সংক্ষিপ্ত বক্তব্যের পর শুরু হয় ইফতার। মাগরিবের নামাযের পর অতিথিদের জন্য ছিলো সুস্বাদু নৈশভোজ। অনুষ্ঠানে সর্বস্তরের প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার