কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, অপারেশন থিয়েটার উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান।
এসময় তিনি পুরো স্বাস্থ্য কম্প্লেক্স পরিদর্শন করে সেবাপ্রার্থী রোগীদের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। একইসাথে ডাক্তারদের সেবামূলক কাজেরও প্রশংসা করেন।
এসময় সংসদ আদেল পরিচ্ছন্নতা ব্যবস্থা, রোগীদের সরকারি খাদ্য ব্যবস্থাপনা, ওষুধ ব্যবস্থাপনা, যথোপযুক্ত চিকিৎসা সেবা, ডাক্তার-রোগীর সুসম্পর্ক ইত্যাদি বিষয়ে জোর দিয়ে সেবা কার্মক্রমকে আরো গতিশীল করার নির্দেশনা প্রদান করেন।
একইসাথে তিনি উক্ত প্রতিষ্ঠানের ওয়ার্ড বয়, আয়া সঙ্কট নিরসনে নিজস্ব বরাদ্দ হতে তহবিল গঠনের ঘোষণা দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব নূরে আলম সিদ্দিকী, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আবুল কালাম বারী পাইলট, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু শফি মাহমুদ, উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক ও এমপি প্রতিনিধি জনাব রেজাউল আলম স্বপন, কিশোরগঞ্জ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শাপলা আক্তার, স্বাস্থ্য কম্প্লেক্স আরএমও, সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেড বাবু), বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টন, স্বাস্থ্য কম্প্লেক্সের ডাক্তারবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।