চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে হেরোইন, বিদেশী মদ ও নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সোমবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ৫৯ বিজিবি ব্যাটলিয়নের একটি টহল দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকা থেকে এসব উদ্ধার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে বিজিবি। ৫৯ বিজিবি ব্যাটলিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনামসজিদ বিওপির হাবিলদার আব্দুর রহিমের নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ১.২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় দুই জন চোরাকারবারীকে দেখতে পায়। এসময় টহল দল তাদেরকে ধাওয়া করলে ৩টি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।
বিজিবি আরও জানায়, চোরাকারবারিরা পালিয়ে গেলে পরবর্তীতে বিজিবির টহল দল সেই স্থান তল্লাশী করে ফেলে যাওয়া বস্তা হতে মালিকবিহীন ২৫০ গ্রাম হেরোইন, ০৬ বোতল বিদেশী মদ ও ২০০ প্যাকেট বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। উদ্ধারকৃত বিদেশী মদ, হেরোইন এবং বিড়ির ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক, অস্ত্র ও মানব পাচার প্রতিরোধে বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।