খাদ্য গুদাম থেকে ১৫ লাখ ৪১ হাজার টাকা মুল্যের গম কালোবাজারে বিক্রি করার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল মতিনকে দোষি সাব্যস্ত করে ১৪ বছর সশ্রম কারাদণ্ড আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে রংপুরের স্পেশাল জজ রেজাউল করিম এ রায় প্রদান করেন। স্পেশাল জজ আদালতের আইনজিবী হারুনর রশীদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরনে জানা গেছে, ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত কিশোরগঞ্জ খাদ্য গুদামে কর্মরত থাকা অবস্থায় সাবেক ওই গুদাম কর্মকর্তা আব্দুল মতিন দুই দফায় ২ লাখ ৪১ হাজার টাকা ও ১৩ লাখ টাকার গম গুদাম থেকে কালোবাজারে বিক্রি করে সমুদয় টাকা আত্মসাৎ করেছেন।
এ ঘটনায় দুদক আইনে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে দুদক তার বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে। সাক্ষীদের সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ
বিচারক আসামী আব্দুল মতিনের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে সন্দোহাতিত ভাবে প্রমানিত হওয়ায় তাকে দোষি সাব্যস্ত করে দুই মামলায় ৭ বছর করে ১৪ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেন।
রায় ঘোষনার সময় আ্ধসঢ়;সামী আব্দুল মতিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশী পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
দুদক আইনজিবী এ্যাডভোকেট হারুন জানান, এই মামলাটি দুর্নীতি দমন ব্যুরো থাকা কালে রুজু করা হয়েছিলো। দুই মামলার মধ্যে একটি মামলার বাদী ছিলেন কিশোরগঞ্জ খাদ্য গুদাম নিয়ন্ত্রক আব্দুল ওয়াহেদ এবং অপর মামলার বাদী ছিলেন তৎকালিন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আব্দুস সবুর। দুদক মামলাটি সাক্ষ্য ও
দালিলিক প্রমান দ্বারা সন্দেহাতীত ভাবে প্রমান করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।