Top
সর্বশেষ

রোগের যাতনা সহ্য করতে না পেরে নারীর আত্মহত্যা

২০ এপ্রিল, ২০২২ ৭:১৬ অপরাহ্ণ
রোগের যাতনা সহ্য করতে না পেরে নারীর আত্মহত্যা
শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোগের যাতনা সহ্য না করতে পেরে রোকসানা বেগম রোসনা (৫০) নামের এক নারী গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের ফারাজিটারী গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকার মসজিদের মোয়াজ্জেম জরিপ আলীর স্ত্রী দীর্ঘদিন ধরে জরায়ু ক্যান্সারে ভূগে আসতেছেন। বুধবার ভোরের সময় হঠাৎ করে সবার অজান্তে বাড়ির পিছনে খোকসা গাছের সাথে গরুর দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ভোর রাতে স্ত্রীকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির পাশে একটি খোকসার গাছে স্ত্রীকে ঝুলে থাকতে দেখে জরিপ আলী চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসেন। এ ঘটনায় ফুলবাড়ী ও নাগেশ্বরী থানার সিনিয়র সার্কেল এএসপি সুমন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক ওই নারীর আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

এব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান,এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার