Top
সর্বশেষ

খানসামায় ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

২১ এপ্রিল, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
খানসামায় ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) :

দিনাজপুরের খানসামা উপজেলার ০৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর ও ১০জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গৃহ হস্তান্তর ও বাইসাইকেল বিতরণের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এসময় উপস্থিত ছিলেন ইউএনও রাশিদা আক্তার, ওসি কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন। এর আগে টি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবন, বঙ্গবন্ধু আইসিটি সেন্টার উদ্বোধন করেন তিনি। এসময় বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলীর মাকে হুইল চেয়ার দেয়া হয়।

শেয়ার