Top
সর্বশেষ

চিলমারীতে বালু উত্তোলন বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

২২ এপ্রিল, ২০২২ ২:৩২ অপরাহ্ণ
চিলমারীতে বালু উত্তোলন বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে অপরিকল্পিত ভাবে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাংশের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবু হোসাইন সিদ্দিক রানার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলায় এসে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিল শেষে বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন যাবত চিলমারীর বিভিন্ন স্থানে অনিয়মতান্ত্রিকভাবে বালু ব্যবসায় করলেও প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ না নেয়ায় এই বিক্ষোভ মিছিল করা হয়।

বক্তব্যরা আরো বলেন, এইসব অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন বন্ধ করা জরুরি। প্রশাসনকে এখন থেকে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ।

শেয়ার