Top
সর্বশেষ

‘পাওয়ার অব শী’র কুড়িগ্রামে ঈদ বস্ত্র বিতরণ

২২ এপ্রিল, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
‘পাওয়ার অব শী’র কুড়িগ্রামে ঈদ বস্ত্র বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি :

‘পাশে আছি’ এই শ্লোগানে নারীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন পাওয়ার অব শী কুড়িগ্রামে ঈদ উপলক্ষে ৩ হাজার শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছে।

শুক্রবার সকালে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ এবং কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে এসব কাপড় বিতরণ করা হয়।

জিএস গার্মেন্টস’র সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, পাওয়ার অব শী’র প্রজেক্ট চীফ সাবিনা স্যাবি, সমন্বয়কারী বাংলাভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার সাদাত শাকের, এনটিভির নিউজ প্রেজেন্টার রাইসুল হক চৌধুরী, টিবিএন২৪’র চীফ নিউজ প্রেজেন্টার সুমায়া হোসেন, এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর, যমুনা টিভির স্টাফ রিপোর্টার নাজমুল হোসেন প্রমুখ।

শেয়ার