আজ সকালে ফরিদপুর সদর হাসপাতালে সরেজমিন পরিদর্শনকালে দেখা যায় ডায়রিয়া আক্রান্ত রোগীদের ভিড়। ডায়রিয়া ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড , সহ আশেপাশের বারান্দাতেও রোগী লম্বা লাইন।
রোগীদের স্বজনেরা জানান, সম্ভবত খাবারে সমস্যা, প্রচন্ড গরম ,পানির কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন বেশীরভাগ রোগী।
এ ব্যাপারে কর্তব্যরত সদর হাসপাতালে সেবিকা জানান প্রতিদিন যে পরিমাণ রোগী সুস্থ হচ্ছেন আক্রান্ত হচ্ছেন তার চেয়ে বেশি, ফলশ্রুতিতে রোগের চিকিৎসা করতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে আগে শুধুমাত্র বাচ্চারা ডায়রিয়ায় আক্রান্ত হলেও এখান বিভিন্ন বয়সী রোগীদের লক্ষ্য করা গেছে।
ডায়রিয়া আক্রান্ত সংখ্যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমে এসেছে। এ সংবাদ লেখা পর্যন্ত অর্থাৎ গতকাল রাত বারোটা থেকে আজ বেলা ১১ টা পর্যন্ত নতুন করে ৩৯ জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের বেশির ভাগ রোগী বলেন কারো সমস্যা হয়েছে একদিনের কারো বা দুইদিনের ।
সদর হাসপাতালের আরএমও ডাঃ গনেশ কুমার আগারওয়াল জানান, রোগীর সংখ্যা আগের তুলনায় কমে আসছে এখন ভর্তি রয়েছেন ৮৪ জন। রোগীর চাপে জরুরী ভিত্তিতে বেড বাড়িয়ে ৩২ করা হয়েছে। রোগীদের বেডে ডাবলিং করেও সংকুলান হচ্ছে না, স্থান দিতে হচ্ছে ফ্লোরে সার্বক্ষনিক সুচিকিৎসা প্রদান করা হচ্ছে রোগীদের।