Top
সর্বশেষ

মাগুরায় ৬ পা নিয়ে বাছুরের জন্ম

২৫ এপ্রিল, ২০২২ ৮:৫৬ অপরাহ্ণ
মাগুরায় ৬ পা নিয়ে বাছুরের জন্ম
আরজু সিদ্দিকী, মাগুরা :

মাগুরায় ৬ পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের টিলা গ্রামে বাছুরটির জন্ম হয়।

বাছুরটির মালিকের নাম নুরোল মোল্যা। তিনি ওই গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা বাছুরটির নাম রেখেছেন লাকি। এটি দেখার জন্য নুরোল মোল্যার বাড়িতে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় করছে।

নুরোল মোল্যা জানান, দেশি প্রজাতির এ গাভীটি এর আগে পাঁচটি স্বাভাবিক বাছুরের জন্ম দিয়েছে। তবে এবার ছয় পা বিশিষ্ট বকনা (মেয়ে) বাছুরের জন্ম দিয়েছে। বাছুরটি এখন পর্যন্ত সুস্থ আছে।

শেয়ার