অভয়নগরে ফুলতলার ব্যবসায়ী নিহত রকিবুল ইসলামের বিরুদ্ধে ফুলতলা ও অভয়নগর থানায় হত্যা ও অস্ত্রসহ ৪ টি মামলা রয়েছে। সে বীরমুক্তিযোদ্ধা- সাংবাদিক -আওয়ামীলীগ নেতা ওলিয়ার রহমান হত্যা মামলায় চার্র্জশিটভুক্ত ছিল।
স্থানীয় এক হাইস্কুলের ৩ টি নিয়োগের টাকা ভাগাভাগি,অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে তাকে ডেকে এনে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
পুলিশের একটি সূত্র জানায়,আহত বর্ষা পূর্বের স্বামীকে ছেড়ে গোপনে রকিবুলকে বিয়ে করার ঘটনার প্রতিশোধ নিতে একটি পক্ষ এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত রকিবুলের ভগ্নিপতি খায়রুল ইসলামের ধারণা থেকে পুলিশ তদন্ত শুরু করেছে।
অভয়নগর থানার ওসি(তদন্ত) মিলন মন্ডল জানান,নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলাটি দায়ের করেছেন।
পায়রা ইউপি মেম্বার দামুখালী গ্রামের মিলন হালদার ও সাবেক মেম্বার ও দত্তগাতী গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম মোল্যাকে আটক করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশের একাধিক টিম এলাকায় তৎপর রয়েছে।
উল্লেখ্য,১২ মে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটর সাইকেলযোগে ফুলতলায় ফেরার পথে অভয়নগরের দত্তগাতী প্রাইমারি স্কুলের কাছে সন্ত্রাসীদের গুলিতে রকিবুল নিহত এবং তাঁর স্ত্রী বর্ষা আহত হয়েছিলেন।