Top
সর্বশেষ
পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

কর্মকর্তা শূন্য চিলমারী উপজেলা পরিষদ

১৬ মে, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
কর্মকর্তা শূন্য চিলমারী উপজেলা পরিষদ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে অফিস পাড়ায় ছুটির আমেজ কাটেনি উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসারদের। টানা ৩দিন ছুটি শেষে অফিস খুললেও কর্মকর্তা শূন্য রয়েছে দপ্তর।

শুক্রবার, শনিবারসহ রোববার সরকারী ছুটি থাকার পর আজ সোমবার অফিস খোলা থাকলেও উপজেলাস্থ বিভিন্ন দপ্তরের কর্তব্যরত অফিসারদেরকে অফিস করতে দেখা যায়নি।

সরেজমিনে, সোমবার বেলা ১১টায় উপজেলার অফিস পাড়ায় ঘুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা (এলজিইডি), হিসাব রক্ষণ কর্মকর্তা, মৎস্য কর্মকতা ও কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকতার্কে অফিস করতে দেখা যায়নি।

এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের অফিস স্টাফরা কোন মন্তব্য করতে রাজি হননি।

এদিকে টানা ৩দিন পর সেবা নিতে এসে হয়রানির শিকার হওয়ায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলা নিবার্হী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, স্ব স্ব দপ্তরের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা। তবে কেউ ছুটিতে আছে কিনা আমার জানা নেই। এ বিষয়ে ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার