Top
সর্বশেষ
পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে জিংক ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১৬ মে, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ জাতের প্রদর্শণীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে সোমবার সকালে সদর উপজেলার শ্রীকৃষ্ণপুর ইক্ষু খামার মাঠ প্রাঙ্গনে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র আয়োজনে ও ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আলোচনা সভার শুরুতে সংস্থার উপকারভোগী কৃষক খতেজা বেগমের জমির ধান কেটে এ মাঠ দিবস অনুষ্ঠানের, সূচনা করা হয়। পরে আলোচনা সভায় সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন, বিশেষ অতিথি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারুফ হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস, সাংবাদিক রেজওয়ানুল হক রিজু, সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগম প্রমুখ।

সমাবেশে জিংক সমৃদ্ধ ধানের গুণাবলী নিয়ে কৃষকদের এ ধান চাষ সম্পর্কে ধারণা প্রদান করেন কৃষি কর্মকর্তারা।

 

শেয়ার