করোনা থেকে স্বাভাবিক হওয়ার পর পঞ্চগড়ে শুরু হয়েছে মাসব্যাপী হস্ত ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা।
সোমবার (১৬ মে) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় সরকারি অডিটোরিয়াম চত্বরে এই মেলা শুরু হয়। পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিয়া, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
গত দেড়যুগ ধরে মাসব্যাপি এই মেলার আয়োজন করে আসছে পঞ্চগড় প্রেসক্লাব। করোনার কারণে গত দুই বছর এ মেলা আয়োজন করা সম্ভব হয়নি। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হস্ত ও কুটির শিল্পের বিভিন্ন পসরা নিয়ে ৫০ টি স্টল অংশ নিয়েছে। এছাড়া রয়েছে শিশুদের বিনোদনের জন্য কিছু রাইড।