Top

ময়মনসিংহে  নজরুল জন্মজয়ন্তী

২৫ মে, ২০২২ ১২:৩১ অপরাহ্ণ
ময়মনসিংহে  নজরুল জন্মজয়ন্তী
ময়মনসিংহ প্রতিনিধি :

জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, র‌্যাালী ও আলোচনা সভাসহনানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে।

বুধবার(২৫মে)  সকালে নগরীর শ্যামচারণ রায় রোডে বাংলাদেশ নজরুল সেনা আয়োজিত জন্মজয়ন্তী উপলক্ষে প্রথমে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

পরে একে একে শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান। একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশ নজরুল সেনার সহ-সভাপতি মাহবুব হোসেন সেলিম, জাহাঙ্গীর আহম্মেদ, কার্যকরী সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেনসহ শিক্ষক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

এছাড়াও বিকালে ত্রিশালে কবির স্মৃতি বিজরিত নজরুল একাডেমি মাঠে ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনব্যাপি অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।

শেয়ার