গো-খাদ্যের দাম কমানো ও দুধের মূল্যবৃদ্ধির দাবিতে বুধবার দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন খামারিরা। আসন্ন বাজেটে পশুখাদ্যে ভর্তুকি প্রদানসহ ছয় দফা দাবি জানিয়ে প্রাণিসম্পদ কার্যালয় ঘেরাও করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন খামারিদের সংগঠন রংপুর ডেইরী ফার্মার্স অ্যাসোসিয়েশন। জেলার বিভিন্ন এলাকা থেকে সেখানে খামারিরা সঙ্গে গরু নিয়ে এসে কর্মসূচিতে অংশ নেন।
খামারিদের অভিযোগ, গো-খাদ্যের দাম বাড়ছে, তাতে গরু পালন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পশুখাদ্যের মূল্যবৃদ্ধিসহ আনুষঙ্গিক খরচ বেশি হওয়ায় অনেক খামারি বাধ্য হয়ে গরু বিক্রি করে দিচ্ছেন। খামারগুলোতে এখন গরুর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। দুই মাস আগে যে গো-খাদ্যের দাম ৩০-৩৫ টাকা ছিল, এখন তা বেড়ে হয়েছে ৫০-৫২ টাকা। এই অবস্থায় দুধের উৎপাদন খরচ প্রতি কেজিতে ৬০ টাকার বেশি।
এখন দুধ বিক্রি করে লোকসান হচ্ছে। বর্তমানে মিল্ক ভিটা, প্রাণ, ব্র্যাকসহ বিভিন্ন প্রতিষ্ঠান খামারিদের কাছ থেকে লিটার প্রতি দুধ নিচ্ছে ৩৫-৩৮ টাকায়। প্রতি লিটারে ২০ টাকা করে লোকসান হচ্ছে। পশুখাদ্যের দামের সঙ্গে সমন্বয় করে দুধের মূল্য বাড়ানো দরকার।
আসন্ন বাজেটে প্রধানমন্ত্রীর কাছে গোখাদ্যে ভর্তুকি দাবি করে সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আসিফুল ইসলান বলেন, ভর্তুকি ছাড়া এই শিল্পটা টিকে রাখা কষ্টকর হবে। করোনা মহামারির সময় থেকে আমরা ঘুরে দাঁড়াতেপারছি না। একটার পর একটা সমস্যা সংকটে আমাদের খামারিদের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে চাওয়া দুধের দাম বাড়ানো ও সরকারি উদ্যোগে খামারিদের রেশনিং পদ্ধতিতে পশুখাদ্য সরবরাহ করার ব্যবস্থা করা হোক। ঘেরাও কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা ডেইরী ফার্মার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মুইব ইবনে ফেরদৌস শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ওয়েজ করনী বাবু, খামারি শরিফুল ইসলাম, আজম পারভেজ, মোখলেছুর রহমান প্রমুখ।
প্রাণিসম্পদ রংপুরের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দ বলেন, খামারিদের দাবি-দাওয়ার বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। এখানে আমার করার কিছু নেই। তাদের দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভেবে দেখবে। তবে বর্তমান
পরিস্থিতিতে খামারিদের দাবিগুলোর যৌক্তিকতা রয়েছে।