Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

রংপুরে ভূমিহীন-গৃহহীনদের মিছিল সমাবেশ

৩০ মে, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
রংপুরে ভূমিহীন-গৃহহীনদের মিছিল সমাবেশ
রংপুর প্রতিনিধি :

ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন, কম দামে রেশন ও নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানোর দাবিতে সোমবার দুপুরে রংপুর নগরীতে মিছিল সমাবেশ করেছে বাসদ। গুপ্তপাড়ার একটি খেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাচারীবাজারে সমাবেশে করে তারা।

ভূমিহীন আন্দোলনের নেতা চাঁনমিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু,সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, ভূমিহীন আন্দোলনের সংগঠক শাহিদুল ইসলাম সুমন,জুবায়ের আলম জাহাজী,শাহনেওয়াজ শুভ,মর্জিনা বেগম, কোহিনুর বেগম, শেফালী খাতুন,ফাতেমা আক্তার,রোকেয়া খাতুন,লিয়ন খান প্রমুখ।

বক্তারা বলেন, সকল ভূমিহীনের পুনর্বাসন করতে হবে। পুনর্বাসন মানে শুধু থাকার ঘর নয় সাথে কাজ,খাদ্যের নিরাপত্তা দিতে হবে। রংপুর সিটি কর্পোরেশন এলাকায় যেসকল খাসজমি প্রভাবশালীদের দখলে আছে তা উদ্ধার করতে হবে। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। সবকিছুর দাম আকাশ ছোয়া।

অবিলম্বে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কমাতে হবে এবং শ্রমজীবী, নিম্ন আয়ের সকল মানুষকে কমদামে রেশন দিতে হবে। মানুষকে বাঁচাতে হলে অবিলম্বে সরকারকে বাস্তবায়ন করতে হবে। পুনর্বাসন না করেই মাহিগঞ্জ সাতমাথার যে বস্তি ভাঙ্গা হয়েছে অবিলম্বে তাদের ক্ষতিপূরণ প্রদানসহ পুনর্বাসন করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন নেতারা।

শেয়ার