Top

অবৈধ ভাবে ৮ শত টন ধান মজুদ, অটো রাইস মিলকে ২ লাখ টাকা জরিমানা

০১ জুন, ২০২২ ৯:০২ অপরাহ্ণ
অবৈধ ভাবে ৮ শত টন ধান মজুদ, অটো রাইস মিলকে ২ লাখ টাকা জরিমানা
রংপুর প্রতিনিধি :

অবৈধ ভাবে ৮ শত টন ধান মজুদ ও অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা করার অভিযোগে ভ্রাম্যমান আদালত নর্দান এগ্র ইন্ডাষ্টি কোম্পানি লিমিটেড নামে একটি অটো রাইস মিলসকে ২ লাখ টাকা জরিমানা করে মিলটি বন্ধ করে দিয়েছে। বুধবার বিকেলে রংপুর সদর উপজেলার উত্তম বানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার আমিনুল ইসলাম জানান, নর্দান এগ্র ইন্ডাষ্টি কোম্পানি লিমিটেড নামে অটো রাইসমিলটি সরকারের অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর খাদ্য বিভাগের সহায়তায় আমরা সেখানে অভিযান পরিচালনা করি। সেখানে অবৈধ ভাবে প্রায় এক হাজার মেট্রিক টন ধান মজুদ করা হয়েছি। মজুদের কোন কাগজপত্র তারা দেখাতে পারে নাই।

লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও অবৈধভাবে মিলে ধান মজুদ করার কারনে ভ্রাম্যমান আদালত মিল মালিক ইসতিয়াক আহামেদকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে মিলটি বন্ধ করে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন রংপুর খাদ্য বিভাগের কর্মকর্তা আরিফ হোসেন ও জাকিয়া সুলতানা।

শেয়ার