Top
সর্বশেষ

বঙ্গবন্ধুর সমাধিতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৩০ পুলিশ সুপারের শ্রদ্ধা

২৭ জুন, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৩০ পুলিশ সুপারের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি  :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৩০ জন পুলিশ সুপার।

আজ সোমবার (২৭ জুন) দুপুরে ২৭ তম বিসিএস ব্যাচের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারবৃন্দ একসাথে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন। এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) তন্ময় মন্ডলসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার