ঠাকুরগাঁও সদর উপজেলা খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের না জানিয়ে পকেট ম্যানেজিং কমিটি গঠন করায় কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে অভিভাবগবৃন্দ।
২৭ জুন সোমবার সকালে খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দের আয়োজনে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধন কর্মসূচিতে স্কুলের অভিভাবক ফখরুল ইসলাম, হাসিনুর রহমান, আব্দুর রউফ, আব্দুল করিম ঐ পকেট কমিটি বাতিলের দাবি জানিয়ে বক্তব্য দেন।
বক্তব্যে অভিভাবকরা বলেন, স্কুলের প্রধান শিক্ষক কোন অভিভাবককে না জানিয়ে নিজের ইচ্ছা মত পকেট কমিটি গঠন করেছেন। এর আগেও প্রধান শিক্ষক তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে যা ইচ্ছা তাই করেছে। আমরা বিভিন্ন দফতরে এই অনিয়মের লিখিত অভিযোগ করেছি। আমরা দ্রুত পকেট কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবি জানাই।
ম্যানেজিং কমিটির সভাপতি দাওদুল ইসলাম বলেন, আইন ও নিয়ম মেনে আমরা কমিটি গঠন করেছি। কিছু অভিভাবকের এই কমিটি নিয়ে সমস্যা রয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করবো আমরা।