Top

আদর স্যার আসছে স্কুল গ্যাং নিয়ে…

৩০ জুন, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ
আদর স্যার আসছে স্কুল গ্যাং নিয়ে…
নিজস্ব প্রতিবেদক :

সম্প্রতি স্কুল গ্যাং এর দ্বিতীয় সিজনের প্রথম লট এর শুটিং শেষ হল। আদর আহমেদকে এখানে শিক্ষক হিসেবে দেখা যাবে। স্কুল গ্যাং এর প্রথম সিজনে শিক্ষক চরিত্রটি করে দর্শকদের মন জয় করে নিয়েছেন এই অভিনেতা।

জানা গেছে দর্শকদের ব্যাপক চাহিদা থাকায় দ্বিতীয় সিজন বের করা হচ্ছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক আর্থিক সজিব। আদর আহমেদ জানান দেশের তিনটি জেলার স্কুল গ্যাং এর শুটিং করেছি আমরা। শুটিং এর সময়ই স্কুল গ্যাং নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহটা ব্যাপক হারে টের পেয়েছি। দর্শক স্কুল গ্যাং এর প্রত্যেকটি চরিত্র ধারুণভাবে মরে রেখেছে।

এই সিরিজটিতে অভিনয় করেছেন শাহিদুল আলম সাচ্চু, আব্দুল্লাহ রানা, রকি খান, তামিম খন্দকার, সায়লা সাথী, আরোহী মিম, নাজিয়া, মিরাজ, সিয়াম শান্ত, সাকিবসহ আরও অনেকেই। আদর আহমেদ জানান, স্কুল গ্যাং দর্শকদের আমরা নিয়মিত দিতে পারলে এটা হয়তো দেশের সর্বোচ্চ জনপ্রিয় হয়ে উঠবে। আদর আহমেদ আরও বলেন, ইতোমধ্যে বেশ কিছু গল্পের শুটিং শেষ করেছি। খুব শীঘ্রই এগুলো রিলিজ হবে। আশা করি দর্শকরা অতীতের মত সব সময় আমাদের পাশে থাকবেন।

শেয়ার