Top

শেষ দিনে ভিড় নেই কমলাপুর রেল স্টেশনে

০৫ জুলাই, ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ণ
শেষ দিনে ভিড় নেই কমলাপুর রেল স্টেশনে
নিজস্ব প্রতিবেদক :

অন্য দিনের তুলনায় মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনে আগাম টিকিট বিক্রির লাইন অনেকটাই ফাঁকা। সকাল থেকে কাউন্টারে টিকিটপ্রত্যাশীদের ভিড় নেই বললেই চলে। বেশ ফাঁকা ফাঁকা কাউন্টার এলাকা; ফাঁকা পড়ে রয়েছে কয়েকটি বুথও।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে গত কয়েকদিন ধরেই মানুষের দীর্ঘ সারি ছিল রাজধানীর কমলপুর রেলওয়ে স্টেশনে; তবে এর বিপরীত চিত্র দেখা গেছে টিকিট বিক্রির শেষদিনে।

মঙ্গলবার সকাল থেকে কাউন্টারে টিকিটপ্রত্যাশীদের ভিড় নেই বললেই চলে। বেশ ফাঁকা ফাঁকা কাউন্টার এলাকা; ফাঁকা পড়ে রয়েছে কয়েকটি বুথও।

আসন্ন ১০ জুলাই উদযাপিত হবে ঈদুল আজহা, ৯ জুলাই ঈদের শেষ ট্রেন। সে হিসেবে ওই দিনের টিকিট বিক্রি চলছে মঙ্গলবার।

একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করা রবিউল এসেছেন ট্রেনের শেষ দিনের অগ্রিম টিকিট কিনতে। স্টেশনের পূর্ব পাশের একটি কাউন্টারে কথা হয় তার সঙ্গে।

তিনি বলেন, ‘সকাল আটটার দিকে এসে লাইনে দাঁড়িয়েছি। আজকে খুব বেশি ভিড় নেই। দেখেন কাউন্টারগুলো ফাঁকা আছে। ঈদের আগের দিন বিকেলে বা রাতের ট্রেনগুলোর জন্য কেউ টিকিট কাটতে আসেনি।’

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী মাসুদ বলেন, ‘সকাল থেকে দেখেছি খুব বেশি ভিড় ছিল না। যা দেখছেন তার চাইতে অল্প কিছু মানুষ বেশি ছিল। শেষ দিন বলেই হয়তো মানুষ আসেনি।’

একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন সোহান। রংপুরের এই টিকিটপ্রত্যাশী বলেন, ‘সকালে এসেছি ঈদের আগের দিনে যাব। আসার পর থেকেই কাউন্টারগুলোতে তেমন ভিড় দেখিনি। অনেকেই আগেই টিকেট কেটে ফেলেছেন, আবার অনেকেই ভিড় ভোগান্তির কথা চিন্তা করে হয়তো আসেনি।’

বৌদ্ধ মন্দিরের একাডেমিক কর্মী লিটন হাওলাদার বলেন, ‘আজ ঈদের আগের দিনের টিকেট দেয়া হচ্ছে। শেষ দিন বলেই এমন ভিড় নাই। ভিড় হবে সাত এবং আট তারিখে।’

গত ১ জুলাই শুরু হয় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সেদিন দেয়া হয়েছে ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট। এরপর ২ জুলাই, ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেয়া হয় ৮ জুলাইয়ের টিকিট এবং মঙ্গলবার ৫ জুলাই দেয়া হচ্ছে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।

এ ছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওই দিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই দেয়া হবে ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। এর মধ্যে ১০ জুলাই ঈদ হওয়ায় ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।

এদিকে ঈদ যাত্রার প্রথম দিন রাজধানীর কমলাপুর রেলস্টেশনে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। তবে যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে ট্রেনের সিডিউল বিপর্যয়। সকাল ৮টার আগে প্লাটফর্মগুলো ছিল অনেকটাই ফাঁকা। স্টেশনের চিত্র ঈদ যাত্রা না হয়ে সকালে অন্য স্বাভাবিক দিনের মতো মনে হয়েছে।

ঈদ যাত্রার প্রথম দিনে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেল, কর্মব্যস্ত মানুষের অনেকেই পরিবারকে আগেভাগেই ঈদে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঈদ যাত্রার প্রথম দিন বাড়ি যেতে দেখা যায়।

 

বিপি/ আইএইচ

শেয়ার